আপাতত সংঘর্ষবিরতি চলছে। কিন্তু পাকিস্তানকে বিশ্বাস নেই! ‘বাড়াবাড়ি করলে এবার করাচি আমাদের টার্গেট’, অপারেশন সিদুঁর নিয়ে সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দিল ভারতীয় সেনা।
ডিজিএম লেফটেন্যান্ট জেনারেল ঘাই বলেন, ১০ মে সকালে হটলাইনে পাকিস্তানের DGMO একটি বার্তা পাই। আমার সঙ্গে কথা বলতে চান তিনি। ততক্ষণে আমাদের প্রাথমিক লক্ষ্যপূরণ হয়ে গিয়েছিল। তাই পাকিস্তানের DGMO-র সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, ‘শনিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে পাকিস্তানে ডিজিএমও-র সঙ্গে আমার সঙ্গে কথা হয়। পাকিস্তানের ডিজিএমও-ই এই প্রস্তাব দিয়েছিলেন। আগামী ১২ মে দুপুর ১২টায় এই নিয়ে আরও আলোচনার সিদ্ধান্ত হয়। কিন্তু হতাশাজনক এবং প্রত্যাশিত ভাবেই পাকিস্তানি বাহিনী কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে। গত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ড্রোন হানার চেষ্টা হয়েছে। তার জবাবও দেওয়া হয়েছে’।
ডিজিএম-র আরও বক্তব্য, ‘রবিবার পাকিস্তানি ডিজিএমও-কে হটলাইনে বার্তা পাঠানো হয়েছে। ১০ মে’র সমঝোতা লঙ্ঘন করার বিষয়টি জানানো হয়েছে। রবিবার রাতে বা তার পরে এই ঘটনার পুনরাবৃত্তি হলে সেনা কমান্ডারদের তা প্রতিহত করতে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান ঘাই’। তিনি বলেন, ভারতের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত। পাকিস্তানের তরফে সীমান্ত পেরনো বা অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনা’।