ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় সানরাইজার্স হায়দরাবাদের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ২৫ বলে ১৩ রানে ৪ উইকেট হারালেন প্যাট কামিন্সেরা। তবু হায়দরাবাদ লড়াই করার মতো জায়গায় পৌঁছোল হেনরিখ ক্লাসেনের ৭১ রানের ইনিংসের সুবাদে। জয়ের জন্য হার্দিক পাণ্ড্যদের সামনে ১৪৪ রানের লক্ষ্য রাখল হায়দরাবাদ।
ট্রেভিস হেড (শূন্য), অভিষেক শর্মা (৮), ঈশান কিশন (১), নীতীশ কুমার রেড্ডি (২) এবং অনিকেত বর্মারা (১২) সাজঘর থেকে ক্রিজ়ে এলেন এবং থিতু হওয়ার আগেই ফিরে গেলেন। দীপক চহর এবং ট্রেন্ট বোল্টের দাপটে ইনিংসের শুরুতেই দিশাহারা দশা হায়দরাবাদের। অথচ খাতায় কলমে এ বারের আইপিএলে অন্যতম বিপজ্জনক ব্যাটিং লাইন আপ কামিন্সদের!
৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা হায়দরাবাদের ইনিংসে অক্সিজেন সরবরাহ করল ক্লাসেনের ব্যাট। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলেন। ২২ গজের অন্য প্রান্তে তাঁকে ভরসা দিলেন অভিনব মনোহর। ক্লাসেন করলেন ৪৪ বলে ৭১ রান। মারলেন ৯টি চার এবং ২টি ছয়। অভিনবের ব্যাট থেকে এল ৩৭ বলে ৪৩ রানের ইনিংস। ২টি চার, ৩টি ছক্কা মারলেন তিনি। শেষ পর্যন্ত হায়দরাবাদ করল ৮ উইকেটে ১৪৩ রান।
মুম্বইয়ের সফলতম বোলার ট্রেন্ট ২৬ রানে ৪ উইকেট নিলেন। চহর ২ উইকেট নিলেন ১২ রান খরচ করে। ৩৯ রানে ১ উইকেট জসপ্রীত বুমরাহের। হার্দিক ১ উইকেট নিলেন ৩১ রান খরচ করে।