আট ম্যাচে তিনি করেছেন মাত্র ৫৫ রান। ম্যাচ শেষ করে আসার যে দক্ষতা ছিল তা অনেক দিন ধরে দেখা যাচ্ছে না। ইদানীং বার বার স্পিনারের বলে আউট হচ্ছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, হাতে রভমান পাওয়েলের মতো বিকল্প থাকা সত্ত্বেও তাঁকে খেলিয়ে যাওয়ার অর্থ কী? তবু আন্দ্রে রাসেলের ব্যর্থতা দেখতে রাজি নয় কেকেআর। গুজরাতের কাছে হারের পর রাসেলের ব্যর্থতা ঢাকতে নেমে পড়লেন দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো। তিনি বাকিদের ‘দায়িত্ব’ নিতে বলছেন।
রাসেলের লাগাতার ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতেই ব্র্যাভো বলেছেন, “রাসেল যথেষ্ট অভিজ্ঞ এবং সফল ক্রিকেটার। এটা ঠিক যে দুটো ম্যাচে লেগস্পিনারের বলে আউট হয়েছে। তবে আমার মনে হয় না দল হিসাবেও আমরা ভাল ব্যাট করেছি। এটাই বাস্তব। একা রাসেলকে দোষ দিয়ে লাভ নেই। সমস্যা সবার হচ্ছে। দল হিসাবে আমাদের আরও পরিশ্রম করতে হবে এবং দায়িত্ব নিতে হবে।
ব্র্যাভোর সংযোজন, “আইপিএল একটা কঠিন প্রতিযোগিতা। অনেক সময়ই মাঝে আত্মবিশ্বাস হারিয়ে যায়। এখন আমাদের সেটাই হচ্ছে। বেশির ভাগ সময় রাসেল যখন ব্যাট করতে আসে তখন প্রতি ওভারে ১৪/১৫ রান দরকার। ও যাতে ম্যাচ শেষ করতে পারে সেই মঞ্চ আগের ব্যাটারদেরই তৈরি করে দিতে হবে। সবাইকে ভাল ব্যাট করতে হবে।”
অদ্ভুত ভাবে এ দিন অঙ্গকৃশ রঘুবংশীকে নামানো হয় ন’নম্বরে, যিনি আগের ম্যাচগুলিতে ধারাবাহিক ভাবে রান করেছেন। তা ছাড়া, তাঁর ভূমিকাটাও ফিনিশার নয়। কেকেআরের ব্যাটিং অর্ডার এখনও ঠিক হল না কেন? ব্র্যাভোর উত্তর, “ওকে নয়ে নামাব এমন পরিকল্পনা নিয়ে তো নামিনি। কিন্তু ম্যাচটা এমন দিকে গড়াল যে ওকে নয়ে নামাতেই হল। আমরা ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন খেলাতে চেয়েছিলাম। আমাদের দলে অনেক বাঁ হাতি ব্যাটার রয়েছে। তাই সেটাকে বুদ্ধি করে ব্যবহার করতে চেয়েছিলাম।”