এক মাসের মধ্যেই আরও দীর্ঘায়িত হতে চলেছে কলকাতার মেট্রো মানচিত্র তথা যাত্রী পরিষেবা। ঘোষণা করলেন সাংসদ তথা ‘কলকাতা মেট্রো যাত্রী পরামর্শদাতা কমিটি’র সদস্য শমীক ভট্টাচার্য। নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের প্রায় অর্ধেকটাই মে মাসে খুলে যেতে চলেছে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ শমীক। রেল মন্ত্রকের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা এ বিষয়ে করা হয়নি। কিন্তু সোমবার ওই নবনির্মিত মেট্রো প্রকল্প পরিদর্শনের পর শমীক দাবি করেছেন, ওই পথে যাত্রী পরিবহণ শুরু হতে এক মাসও বাকি নেই।
কলকাতার সবচেয়ে পুরনো তথা মূল মেট্রোপথ ‘ব্লু লাইনে’র সঙ্গে উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসতকে যুক্ত করার কথা ‘ইয়েলো লাইনে’র। নোয়াপাড়ায় এই দুই লাইন পরস্পরের সঙ্গে মিলছে। তবে আপাতত বারাসত পর্যন্ত নয়, কলকাতা বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনের যাত্রী পরিষেবা চালু হতে চলেছে। কারণ জমি অধিগ্রহণ-সহ একাধিক সমস্যায় বারাসত পর্যন্ত মেট্রোপথ তৈরির কাজ এখনও শুরু করা যায়নি। নোয়াপাড়া থেকে মাইকেলনগর পর্যন্ত কাজ শুরু করা গিয়েছে। বিমানবন্দর পর্যন্ত শেষও হয়ে গিয়েছে সেই কাজ।

ইয়েলো লাইনে দমদম ক্যান্টনমেন্ট এবং যশোহর রোড স্টেশন মাটির উপরে তৈরি হয়েছে। যশোহর রোড পেরিয়ে ইয়েলো লাইন চলে যাচ্ছে মাটির নীচে। অর্থাৎ, জয়হিন্দ বিমানবন্দর, বিরাটি এবং মাইকেলনগর স্টেশন মাটির নীচেই। মাইকেলনগরের পর থেকে যশোহর রোডের ধার বরাবর মাটির তলা দিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে, না কি পূর্ব রেলের বনগাঁ লাইনের ধারে রেলের যে জমি রয়েছে সেই জমি দিয়ে মেট্রো এগোবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বিরাটি আর মাইকেলনগর স্টেশনের জন্য মাটির তলায় কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। কিন্তু বিমানবন্দর, অর্থাৎ জয়হিন্দ স্টেশন পর্যন্ত কাজ শেষ বলে মেট্রো সূত্রে আগেই জানা গিয়েছিল। এ বার বিজেপি সাংসদ জানিয়ে দিলেন যে, ওই স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা আগামী মাসেই শুরু হয়ে যাবে।
মেট্রোরেলের ইঞ্জিনিয়ার এবং অন্য কর্তাদের সঙ্গে নিয়ে শমীক সোমবার জয়হিন্দ বিমানবন্দর স্টেশন পরিদর্শন করেন। পরে তিনি আনন্দবাজার ডট কমকে বলেন, ‘‘নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনে পরীক্ষামূলক ভাবে একাধিক বার ট্রেন চালানো হয়েছে। কোথাও কোনও সমস্যা নেই। শুধু নিরাপত্তা কমিশনারের পরিদর্শন এবং ছাড়পত্র মেলা বাকি। আশা করছি, সেটাও শীঘ্রই হয়ে যাবে। মে মাস শেষ হওয়ার আগেই কলকাতা বিমানবন্দর মেট্রো মানচিত্রের অন্তর্ভুক্ত হয়ে যাবে।’’
‘কলকাতা মেট্রো যাত্রী পরামর্শদাতা কমিটি’ সূত্রের খবর, জয়হিন্দ বিমানবন্দর স্টেশনে এখন শুধুমাত্র কিছু বৈদ্যুতিক সংযোগের কাজ বাকি রয়েছে। আর নির্মাণকাজ শেষ হওয়ার পরে যে সব ছোটখাটো ত্রুটি রয়ে গিয়েছে, সে সবের মেরামতি বাকি রয়েছে। তবে মেট্রো চলাচলের জন্য ট্র্যাক প্রস্তুত। বিমানবন্দর আর মেট্রো স্টেশনের মধ্যে মসৃণ যাতায়াতের ব্যবস্থা অবশ্য এখনও পুরোপুরি তৈরি হয়নি বলে সাংসদ শমীক পরিদর্শন শেষে জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘বিমানবন্দর কর্তৃপক্ষ এবং মেট্রো কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে সেই কাজও তাড়াতাড়িই হয়ে যাবে।’’