মঙ্গলবার সকালে সল্টলেকে এসএসসি ভবনের বাইরে অবস্থান আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের। ছবি: সংগৃহীত।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৭:৩৫
সংক্ষেপে
সোমবার সন্ধ্যায় ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশের কথা ছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকের পরেও সেই তালিকা প্রকাশ হয়নি। বেশি রাতের দিকে একটি বিবৃতি প্রকাশ করে কমিশন। সেখানও তালিকার বিষয়ে কিছু উল্লেখ ছিল না।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৭:৩৫
‘হয় যোগ্যদের তালিকা, নয়তো অযোগ্যদের বরখাস্ত’, দাবি অবস্থানস্থলে
আন্দোলনকারী এক শিক্ষক জানান, যোগ্যদের তালিকা প্রকাশ করা না-হলে অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। মঙ্গলবারই এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা। ওই আলোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নিতে চান তাঁরা। অপর এক আন্দোলনকারী জানান, “আমরা কেউ শুয়ে থাকিনি। রাস্তায় বসে ছিলাম। পাহারা দিচ্ছিলাম যাতে এসএসসি চেয়ারম্যান বেরিয়ে যেতে না পারেন।”
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৭:১৬
সকালেও চলছে অবস্থান!
সোমবার কমিশনের বিবৃতিতে নতুন কিছু পাওয়া যায়নি বলে দাবি আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের। সারা রাত ধরে তাঁরা এসএসসি ভবনের বাইরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে গিয়েছেন। মঙ্গলবার সকালেও এসএসসি অফিস ‘ঘেরাও’ করে রেখে দিয়েছেন তাঁরা।
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৭:১৪
সুপ্রিম কোর্টের ‘গাইডলাইন’-এর কথা বলছেন ব্রাত্য
সোমবার বেশি রাতের দিকে কমিশন বিবৃতি দেওয়ার পরে মুখ খোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সংবাদমাধ্যমকে তিনি জানান, “যাঁরা বঞ্চিত শিক্ষক সুপ্রিম কোর্টের নির্দেশমতো তাঁদের মাইনে পাওয়া নিয়ে কোনও সমস্যা নেই। তাই এই আন্দোলনেরও কোনও মানে নেই। আর যাঁরা ওখানে আছেন (এসএসসি দফতরের সামনে বিক্ষোভকারী চাকরিহারারা), তাঁদের অনেকেই হয়তো অযোগ্য। তাঁদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনও গাইডলাইন না দিলে তো আমরা কিছু বলতে পারি না। আমরা দ্রুত রিভিউ পিটিশনের জন্য যাচ্ছি। মহামান্য সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দিয়ে দেবেন। আমরা যে ভাবে এগোচ্ছি, তাঁদের আস্থা রাখা উচিত। এ বার আস্থা রাখবেন কি রাখবেন না, সেটা তাঁদের ব্যাপার।’’
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৭:১১
এসএসসি ভবনের বাইরে অবস্থান চাকরিহারাদের
এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা। এসএসসি ভবন ‘ঘেরাও’ করে রেখেছেন তাঁরা। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ অন্য আধিকারিকেরা এখনও এসএসসি ভবনের ভিতরেই রয়েছেন বলে জানা যাচ্ছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের দাবিদাওয়া পূরণ না-করলে কমিশনের চেয়ারম্যানকে দফতর থেকে বেরোতে দেবেন না তাঁরা। সোমবার গভীর রাতে আন্দোলনকারীরা জানান, যোগ্য-অযোগ্যের তালিকা না পেলে তাঁদের আন্দোলন চলবে। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়, এসএসসি চেয়ারম্যান তাঁদের সঙ্গে দেখা না করলে দফতরের সামনে থেকে তাঁরা নড়বেন না।
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৭:০৭
মেলেনি ‘যোগ্য-অযোগ্য’ তালিকা!
কথা ছিল সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কিন্তু তা হল না। সোমবার গভীর রাতে একটি বিবৃতি দিল কমিশন। সেখানে বলা হয়, “২০১৬ সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা হচ্ছে যে, এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে। এবং বিভাগ কর্তৃক জানানো হচ্ছে, যে শিক্ষকেরা চাকরি করেছেন, তাঁদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে।” তবে ‘যোগ্য-অযোগ্য’ তালিকার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি ওই বিবৃতিতে।