সোমবারই তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি (SSC)। অযোগ্য বলে যাঁরা চিহ্নিত নন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, ডিসেম্বর পর্যন্ত তাঁরা চাকরিতে বহাল থাকবেন। তারপর কী? আবার পরীক্ষা? কোন পথে নিজেদের যোগ্য প্রমাণ করবেন এই শিক্ষকরা? কী বলছে আইনজীবী মহল? শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পরেই জট কাটার রাস্তা তৈরি হয়েছিল। সেই মতো সোমবার, অযোগ্য বলে চিহ্নিত নন এমন শিক্ষকদের তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন।
সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন তালিকায় নাম থাকা এই শিক্ষক-শিক্ষিকারা। আবার শুরু থেকেই নতুন করে আর পরীক্ষায় বসতে চাইছেন না আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা। একদিকে আন্দোলন। আর এক দিকে আইনি লড়াই। চাকরি বাঁচিয়ে রাখতে জোড়া পথে শিক্ষক-শিক্ষিকারা। এই তড়জার মধ্যেই বিস্ফোরক মন্তব্য় করলেন সুকান্ত মজুমদার।
এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘কারা যোগ্য কারা অযোগ্য রাজ্য সরকার ঠিক করতে পারছে না। আগে যারা চাকরি পেয়েছে তাদের বেতনও আটকে রেখেছে সরকার। আমার স্ত্রী-ও এই মাসে মাইনে পাননি। সে যোগ্য-অযোগ্য়ের মধ্য়ে পড়ে না। যে ২৬ হাজার স্কুলে শিক্ষক চাকরি হারিয়েছে সে সমস্ত স্কুলে বেতন হচ্ছে না।’ এদিকে সল্টলেকে এসএসসি ভবনের সামনে উত্তেজনা। আচার্য সদনে প্রবেশ নিয়ে পুলিস-চাকরিহারাদের মধ্যে বচসা।
অবশেষে ১৩ জন আন্দোলনকারী ভিতরে ঢুকেছেন। এসএসসি ভবন চত্বরে দুপুর থেকে টানা অবস্থান আন্দোলনকারীদের। তালিকা প্রকাশের আগে তাঁদের দেখাতে হবে। দাবি জানান আন্দোলনকারীরা। আজ সন্ধেয় যারা অযোগ্য বলে চিহ্নিত নন, তাঁদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি।