Vande Bharat: হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার! মিলতে চলেছে দারুণ সুবিধা! জেনে নিন রুট-টাইম-ফেয়ার…

 বন্দে ভারতে এবার দারুণ সুবিধা। বন্দে ভারতে যে সুবিধা মিলতে চলেছে হাওড়া থেকেও। 

2/7

হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার!

Howrah Delhi Vande Bharat sleeper

ভারতীয় রেল এবার নিয়ে আসছে বন্দে ভারত স্লিপার। যে বন্দে ভারত স্লিপারের একটি রুট রয়েছে হাওড়া-দিল্লির মধ্যে।

3/7

হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার!

Howrah Delhi Vande Bharat sleeper

হাওড়া থেকে দিল্লি, বন্দে ভারত স্লিপার অতিক্রম করবে ১৫ ঘণ্টারও কম সময়ে। সর্বোচ্চ গতিবেগ হতে চলেছে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। 

  

4/7

হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার!

Howrah Delhi Vande Bharat sleeper

দিল্লি থেকে বিকেল ৫টায় ছেড়ে হাওড়ায় পৌঁছবে পরদিন সকাল ৮টায়। আবার ফিরতি পথে হাওড়া থেকে বিকেল ৫টায় পৌঁছে দিল্লি পৌঁছবে পরদিন সকাল ৮টায়। 

  

5/7

হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার!

Howrah Delhi Vande Bharat sleeper

বর্তমানে রাজধানী সময় নেয় ১৭ ঘণ্টা। আর দুরন্ত সময় নেয় ১৭ ঘণ্টা ৪০ মিনিট। বন্দে ভারত স্লিপার ট্রেনটি তৈরি করেছে BEML ও ইন্টিগ্রাল কোচ ফ্যাকটরি।

  

6/7

হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার!

Howrah Delhi Vande Bharat sleeper

নতুন এই ট্রেনে থাকবে মোট ১৬টি কামরা। যারমধ্যে ১১টি এসি৩-টায়ার, ৪টি এসি২-টায়ার ও ১টি এসি ফার্স্ট ক্লাস। 

7/7

হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার!

Howrah Delhi Vande Bharat sleeper

এসি ফার্স্ট ক্লাসের ভাড়া ৫,১০০ টাকা। এসি-২ টায়ারের ভাড়া ৪০০০ টাকা, এসি-৩ টায়ারের ভাড়া ৩০০০ টাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.