দূরপাল্লার ট্রেনে ভ্রমণের সময় টাকা রাখার চিন্তা শেষ হল তাহলে? ট্রেনযাত্রার সময় অনেকেই ব্যাগে, জামা-কাপড়ের চোরা পকেটে টাকা নিয়ে যান। ট্রেনে চুরি-ডাকাতির ঘটনা প্রায়ই শোনা যায় তার ভয়ে অনেকেই ট্রেনযাত্রার সময় বেশি টাকা রাখেনা। খরচও করতে হয় চিন্তা করে। এবার সব মুশকিল আসান করতে প্রস্তুত ভারতীয় রেল। ট্রেনেই বসছে এটিএম মেশিন, যাতে যাত্রীরা খুব সহজেই যখন দরকার প্রয়োজনে ট্রেনের এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
1/11

2/11
মুম্বই-মনমাদ পঞ্চবটি এক্সপ্রেস

এই ধরণের প্রথম পদক্ষেপ হিসেবে, মুম্বই-মনমাদ পঞ্চবটি এক্সপ্রেস ভারতের প্রথম ট্রেন যেখানে এটিএম স্থাপন করা হয়েছে।
3/11
ভারতীয় রেলওয়ের উদ্ভাবনী প্রকল্পের

এই মেশিনটি যাত্রীদের ট্রেন চলার সময়ও টাকা তুলতে দেয়। এটি ভারতীয় রেলওয়ের উদ্ভাবনী প্রকল্পের (INFRIS) অংশ হিসাবে চালু করা হয়েছে।
4/11
পরীক্ষাটি সম্পন্ন হয়েছে

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন যে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে, পুরো যাত্রা জুড়ে মেশিনটি সুচারুভাবে কাজ করেছে।
5/11
নেটওয়ার্ক সমস্যা

তবে, ইগতপুরী এবং কাসারার মধ্যে কিছু নেটওয়ার্ক সমস্যা ছিল, যা টানেলের কারণে দুর্বল সিগন্যাল এবং সীমিত মোবাইল সংযোগের জন্য হয়েছে।
6/11
ভূসাওয়াল বিভাগ
