উত্তরোত্তর বাড়ছে তাপমাত্রা। মার্চেই ফের ফিরল গরম। দিনের তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই উইকেন্ডে কলকাতায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে।
দক্ষিণবঙ্গ
আগামী ৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলা গুলিতে গরম অনেকটাই বাড়বে। এই দুই জেলায় হট ডে এবং লু এর পরিস্থিতি।
আজ বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। কাল শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উত্তরবঙ্গের ৩ জেলায়। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার শনিবার এই দুদিন দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। গত ৭২ ঘণ্টায় দিনের তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়েছে। রাতের তাপমাত্রাও বাড়ছে ধাপে ধাপে। আজই দুপুর বেলা কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রিতে পৌঁছাতে পারে। সপ্তাহান্তে যা ছুঁয়ে ফেলতে পারে ৩৭ ডিগ্রি। আপাতত কোনো বৃষ্টি বা স্বস্তি নেই।
পরিসংখ্যান
রাতের তাপমাত্রা বেড়ে ২৫.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় দেড় ডিগ্রি বেশি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩৬ থেকে ৯২ শতাংশ।