যখন ডিউটিতে থাকার কথা পুলিসের,তখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে পুলিস, আর ঠিক পাশেই খুন হচ্ছে বছর ছাব্বিশের তরতাজা এক যুবক। অথচ তার কোনও খবর নেই স্বয়ং পুলিসের কাছে। চাঞ্চল্যকর এই ঘটনায় স্তম্ভিত আমদাবাদ। এক নৃশংস হত্যাকাণ্ডের কোনও আঁচ ঠিক পাশেই ঘুমিয়ে থাকা পুলিসের গায়ে এসে লাগল না এ বড় বিস্ময়ের বইকি।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ পার্ক করা পেট্রোল গাড়িতে ঘুমোচ্ছে যখন তখন এক যুবককে কুপিয়ে হত্যা করা হচ্ছে। পুলিসের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।
সোমবার রাতে আমদাবাদে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা নরোরার বাসিন্দা বিজয় ওরফে বিশাল শ্রীমালী এবং প্রিয়েশ নামে দুই যুবক অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ করলে এই ছ’জনের দল তাদের উপর চড়াও হয়। তর্কাতর্কি শুরু হয় এবং জয়সিং সোলাঙ্কি নামে এক অভিযুক্ত বিজয়ের বুকে ছুরি চালায়। তাকে বাঁচাতে গিয়ে প্রিয়েশ গুরুতর আহত হন। বিজয় ঘটনাস্থলেই মারা যান এবং প্রিয়েশকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ পর্যন্ত মোট ছয়জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে অভিযুক্ত দুই ব্যক্তিও রয়েছেন। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা দেখতে পান যে কাছাকাছি একটি পুলিশের পিসিআর গাড়ি পার্ক করা আছে, পুলিস খাটের উপর ঘুমোচ্ছে, কিন্তু তারা এই হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানেনা।
ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশ কর্মীদের ডেকে তোলে। তাদের সব বলে এবং একটি ভিডিও রেকর্ড করে, যা তখন থেকে ভাইরাল হয়ে যায়।
একটি ভিডিয়োতে আমদাবাদ পুলিস বলেছে, ‘এই ঘটনার জন্য দায়ী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’। পিসিআর-এর দায়িত্বে থাকা পুলিশদের সতর্ক থাকা, টহল দেওয়া, জরুরি পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং জননিরাপত্তা বজায় রাখাই কাজ।