আয়ারল্যান্ড ও ভারতের মধ্যে শিক্ষাগত সম্পর্ক আরও মজবুত করতে উদ্যোগী হলো দুই দেশ। আজ আয়ারল্যান্ডের শিক্ষা মন্ত্রী ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে দেশের শিক্ষাগত ক্ষেত্রের বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেছেন।
শিক্ষাক্ষেত্রে ভারতের সঙ্গে বৈদেশিক যোগাযোগ আজকের নয়। ইতিহাস বলে, প্রাচীন যুগ থেকেই বিভিন্ন দেশের ছাত্র ছাত্রীরা এদেশে পড়াশোনা করতে এসেছে। নালন্দা বিশ্ববিদ্যালয় তার অন্যতম প্রমাণ। আবার ভারতবর্ষ থেকেও বহু ছাত্র- ছাত্রী বিদেশের নানা প্রান্তে যায় পড়াশোনার জন্য। এবার সেই বিষয়টি মাথায় রেখেই আয়ারল্যান্ডের শিক্ষা মন্ত্রী ও এক শিক্ষা বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

আজ দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী সুকান্ত মজুমদারের কার্যালয়ে আয়ারল্যান্ডের উচ্চতর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞান দফতরের সম্মানীয় মন্ত্রী জেমস ললেস টিডি এবং তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি জানান, এই বৈঠকে আয়ারল্যান্ড ও ভারতের মধ্যে শিক্ষাগত সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে গবেষণা, উদ্ভাবন ও অ্যাকাডেমিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও কথা হয়েছে।
এই সাক্ষাতের পর সুকান্তবাবু আশাবাদী যে, আয়ারল্যান্ডের সঙ্গে এই অংশীদারিত্ব আরও দৃঢ় হলে উভয় দেশের শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।