গিয়েছিলেন আট দিনের জন্য। কিন্তু কাটাতে হয়েছে ন’মাস। অবশেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে এলেন নভশ্চর সুনীতা উইলিয়ামস। ফিরেছেন তাঁর সঙ্গী বুচ উইলমোরও। ভারতীয় সময় অনুসারে বুধবার ভোরে দুই নভশ্চরকে নিয়ে নিরাপদে পৃথিবীতে পৌঁছেছে স্পেসএক্স-এর ড্রাগন যান। মহাকাশযান ড্রাগন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর মেলে প্যারাশুট। তার পর ধীরে ধীরে সেটি নেমে আসে আমেরিকার ফ্লোরিডার কাছাকাছি সমুদ্রে। পরিকল্পনামাফিক সেখানে আগে থেকে প্রস্তুত রাখা জাহাজে তুলে নেওয়া হয়েছে সুনীতা এবং বুচকে। গত বছরের জুনে মহাকাশ স্টেশনে যাওয়ার পরে তাঁদের নভোযান বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে মহাকাশেই আটকে পড়েছিলেন তাঁরা। বেশ কয়েক বার চেষ্টার পরে অবশেষে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনতে পারল নাসা। সাধারণত দীর্ঘ সময় মহাকাশে থাকার পরে নভশ্চরদের শরীরে কিছু সমস্যা দেখা দেয়। পৃথিবীতে ফেরার পর সুনীতা-বুচ কেমন রয়েছেন, ফেরার পরে তাঁদের কী অভিজ্ঞতা, সে দিকে নজর থাকবে আজ।
যাদবপুরকাণ্ড: ধৃত ছাত্র সৌপ্তিকের হাজিরা কোর্টে
যাদবপুরকাণ্ডে ধৃত ছাত্র সৌপ্তিক চন্দ্রকে আজ আদালতে হাজির করানো হবে। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ১ মার্চ রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে অগ্নিকাণ্ড ঘটে। তা নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়। সেই মামলাতেই মঙ্গলবার বিকেলে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল সৌপ্তিককে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। আজ আদালতে কী হয় নজর থাকবে সেই খবরের দিকে।
স্পিকার বিমানের বিধানসভা কেন্দ্রে সভা বিরোধী দলনেতার
অধিবেশনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার অভিযোগ তুলে এ বার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, অধিবেশনে পদে পদে বিরোধী দলের বিধায়কদের কাজে বাধা দেন স্পিকার। তাঁদের কিছু বলতে দেওয়া হয় না। সেই অভিযোগ তুলে বিমানেরই বিধানসভা কেন্দ্র বারুইপুর পশ্চিমে সভা করবেন শুভেন্দু। আজ দুপুরে বিধানসভা থেকেই অন্য বিজেপি বিধায়কদের নিয়ে তিনি যাবেন বারুইপুরে। অধিবেশনে বিজেপি বিধায়কেরা কী কী সমস্যার সম্মুখীন হন, সেটাই সভায় তুলে ধরবেন বলে জানিয়েছেন শুভেন্দু। পাশাপাশি, ওই সভায় তিনি একটি ভিডিয়ো দেখাবেন বলেও জানান। অভিযোগ, বিধানসভায় অপরাজিতা বিল পেশের দিন শুভেন্দুর তাঁর বক্তৃতায় সময় স্পিকার বার বার তাঁকে থামিয়ে দিয়েছেন। সেই ভিডিয়োই বারুইপুরবাসীকে দেখাবেন বলে জানিয়েছেন শুভেন্দু।
অবসর ভেঙে নামছেন সুনীল, ভারত বনাম মলদ্বীপ ম্যাচ
আজ মলদ্বীপের বিরুদ্ধে ভারতের ফুটবল ম্যাচ। অবসর ভেঙে এই ম্যাচে ফিরছেন সুনীল ছেত্রী। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে নামার আগে এটি ভারতের প্রস্তুতি ম্যাচ। শিলংয়ে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ৩ চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিধানসভার বাজেট অধিবেশন প্রায় শেষ পর্বে। সব ঠিকঠাক চললে আগামী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শেষ হবে। তাই অধিবেশন শেষ হওয়ার আগের দিন অর্থাৎ আজ বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকবেন। তাঁর নিলম্বনের মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার। কিন্তু সতীর্থ বিধায়ক দীপক বর্মণের নিলম্বনের প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিবেশনে অংশগ্রহণ করবেন না বলেই জানিয়েছেন। তা সত্ত্বেও অধিবেশনের শেষ দু’দিনে বিধানসভা উত্তপ্ত হতে পারে।
তিন দিন পর শুরু আইপিএল, কোহলি, রাহানেদের খবর
অপেক্ষা আর তিন দিনের। শনিবার শুরু হয়ে যাচ্ছে আইপিএল। ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু প্রতিযোগিতা। অজিঙ্ক রাহানে এবং বিরাট কোহলিদের দলের শক্তি, দুর্বলতা কী কী? আনন্দবাজার ডট কমে থাকছে বিশ্লেষণ। থাকছে দুই দলের সব খবর।