পশ্চিম এশিয়ায় নতুন যুদ্ধক্ষেত্র ‘খুলে গেল’। লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা সীমান্তে মোতায়েন সিরিয়া সেনার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। সিরিয়ায় নতুন সুন্নি শাসকগোষ্ঠীর তরফে জানানো হয়েছে, হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছেন।
সশস্ত্র অভিযানের মাধ্যমে ৮ ডিসেম্বর সিরিয়ার শিয়া শাসক বাশার আল-আসাদের সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করেছিল সুন্নি সংগঠন ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী। চলতি মাসের গোড়াতেই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের অনুগামী ব্রিগেডিয়ার জেনারেল গিয়াথ ডাল্লার নেতৃত্বে সুন্নি কট্টরপন্থী সরকারের বিরুদ্ধে লড়ার জন্য নতুন মঞ্চ ‘মিলিটারি কাউন্সিল ফর দ্য লিবারেশন অফ সিরিয়া’ গড়া হয়েছে। ঘটনাচক্রে, তার পরেই হেজ়বুল্লার এই ‘সক্রিয়তা’।
ইরান এবং হিজবুল্লার সমর্থনেই আসাদ অনুগামীরা সিরিয়ায় প্রত্যাঘাতের জন্য প্রস্তুতি শুরু করেছে বলে সম্প্রতি পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল। সেই পরিকল্পনার অংশ হিসাবেই সোমবার থেকে হিজ়বুল্লার হামলা শুরু হয়েছে বলে অনেকে মনে করছেন। প্রসঙ্গত, গত বছরের অক্টোবর থেকে ধারাবাহিক ইজ়রায়েলি হানায় বিপর্যস্ত হয়ে পড়েছিল হিজ়বুল্লা। ইরানের মদতপুষ্ট মিলিশিয়া বাহিনী ইমাম হুসেন ব্রিগেডের বড় অংশও লেবাননে ঘাঁটি গেড়ে ইজ়রায়েলি আগ্রাসন ঠেকাতে ব্যস্ত পড়েছিল। সেই পরিস্থিতির সুযোগ নিয়েই আসাদ-বিরোধী সুন্নি কট্টরপন্থীরা (যাঁদের একাংশ প্রাক্তন আল-কায়দা জঙ্গি) দামাস্কাস দখল করেছিলেন বলে অভিযোগ।