এমআরআই করার সময় স্বামীর সামনেই মৃত্যু হল ৬১ বছরের এক মহিলার। ওই মহিলা হার্টের রোগী ছিলেন, ডায়ালিসিস চলছিল। হার্টের সমস্যার জন্য বুকে পেসমেকারও বসানো হয়েছিল। মহিলার স্বামীর দাবি এমআরআই সেন্টারের টেকনিশিয়ান পেসমেকারের কথা পাত্তা দেননি। পাশপাশি ডায়ালিসিসের প্লাগের কথাও এড়িয়ে গিয়েছিলেন। এনিয়ে শুরু হয়েছে প্রবল হইচই। ঘটনাটি অন্ধ্র প্রদেশের এলুরের।
মহিলার স্বামীর দাবি, এমআরআই চালু হওয়ার পর স্ত্রী ঠিকই ছিলেন কিন্তু ধীরে ধীরে তিনি অস্বস্তি বোধ করতে থাকেন। বিষয়টি পাত্তা দেননি টেকনিশিয়ান। বরং তিনি রোগীকে স্থির হয়ে শুয়ে থাকতে বলেন। ওই অবস্থাতেই স্ত্রীর মৃত্যু হয়।
এমআরআই-এর সুবিধে
এমআরআইয়ে যেসব ছবি স্পষ্ট হয়-
টিউমার
ফোলা
সংক্রমণ
কোনও অঙ্গে রক্ত সরবারহ
রক্ত জালিকা
এমআরআই কি সবসময় নিরাপদ?
বহু ক্ষেত্রে এমআরআইয়ে কোনও সমস্যা হয় না। তবে দেহের মধ্যে কোনও মেডিক্যাল ডিভাইস থাকলে তা ছবি খারাপ করতে পারে। এলার্জি থাকলে সমস্য়া হতে পারে। তবে বড় সমস্যা হয় যদি-
ধাতব কোনও জিনিস দেহের ভিতরে থাকে
Cochlear implants থাকে
brain aneurysms এর জন্য জন্য যদি কোনও কয়েল ব্যবহার করা হয়।
রক্ত নালিতে যদি Metal coils থাকে
পেসমেকার বসানো থাকে
Vagal nerve স্টিম্যুলেটর থাকে।
এইসব কারণের জন্য এমআরআই করার আগে গহনা, ঘড়ি, বেল্ট, যে কোনও ধাতব বস্তু শরীর থেকে খুলে ফেলতে বলা হয়। কারণ এমআরআই-এর চৌম্বক ক্ষেত্র ওইসব ধাতব বস্তুর উপরে প্রভাব ফেলে শরীরের ক্ষতি করতে পারে।