Siliguri Deputy Mayor Threat: ‘মার দু কেয়া’, শিলিগুড়িতে প্রকাশ্য রাস্তায় খোদ ডেপুটি মেয়রকে হুমকি!

 দোলের দিন শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য! ‘মার দু কেয়া’, প্রকাশ্য রাস্তায় খোদ ডেপুটি মেয়রকে ‘হুমকি’।  এখনও পর্যন্ত গ্রেফতার ২। চাঞ্চল্য শিলিগুড়িতে।

পুলিস সূত্রে খবর, শনিবার দোল উপলক্ষ্যে বাড়িতেই ছিলেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। দেহরক্ষীদের ছুটি দিয়েছিলেন তিনি। এরপর বিকেলে যখন বাড়ি থেকে বের হন, তখন রাস্তায় দুই মদ্যপ যুবক ডেপুটি মেয়রের গাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। এমনকী, প্রাণনাশের হুমকি দেয়!

শিলিগুড়ির ডেপুটি মেয়রের অভিযোগ, ‘আমার এক আত্মীয়া মারা গিয়েছেন। আমি খবর পাওয়ার পর, পৌনে চারটে নাগাদ বেরোয়। বিনায়ক হোটেলে সামনে যখন যাই, একদল যুবক গালি গায়ে..হাফ প্যান্ট পরে হাতে গ্লাস নিয়ে আমার গাড়ির উপরে মারতে থাকে। এই ছেলে দুটি (ধৃত দুই যুবক) আমার সামনে বলে মার দু কেয়া। আমি বলি, এসো আমার সামনে। আমাকে স্পর্শ কর’।

মেয়র গৌতম দেব বলেন, ‘আমি যা খবর পেলাম, ২ জন যুবক গ্রেফতার করেছে। একজন বাঁকুড়ার অধিবাসী, একজন শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে থাকে। এই ধরণের ঘটনা শিলিগুড়িতে কমই ঘটে। ঘটা উচিত নয়। পুলিস ব্য়বস্থা নিচ্ছে’।

এদিকে এই ঘটনার শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন,  ‘এই ঘটনা অনেকগুলি প্রশ্নের জন্ম দিল। প্রথম কথা সাধারণ মানুষের নিরাপত্তা। ডেপুটি মেয়রের সঙ্গে এই ধরণের ঘটনা ঘটে, তার আবার সশস্ত্র দেহরক্ষী আছে। আমি শিলিগুড়ির বিধায়ক হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরি না। সাধারণ নিরাপত্তা নিয়েই ঘুরি’। তাঁর মতে, অত্য়ন্ত বিপজ্জনক হয়ে যাচ্ছে শহরের আইনশৃঙ্খলা। আমি চাইব তদন্ত করে কী হয়েছে, সেটা সামেন আসুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.