ডমিনিকান প্রজাতন্ত্রে ঘুরতে গিয়ে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত সুদীক্ষা কোনাঙ্কির এখনও কোনও সন্ধান মিলল না। তবে তাঁর পোশাক পড়ে থাকতে দেখা গিয়েছে সে দেশের এক সমুদ্রসৈকতে। গত বৃহস্পতিবার ভোরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওই দেশের পুন্টা কানায় রিউ রিপাব্লিকা হোটেলের সমুদ্রসৈকতে তাঁকে শেষ বারের জন্য দেখা গিয়েছিল। ওই সমুদ্রসৈকতেই একটি চেয়ারে সাদা রঙের পোশাক পড়ে থাকতে দেখা গিয়েছে। পাশেই বালিমাখা এক জোড়া চটিও পাওয়া গিয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই পোশাক এবং জুতো সুদীক্ষারই।
২০ বছর বয়সি সুদীক্ষা আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জের ওই দেশে গিয়েছিলেন। ডমিনিকান ন্যাশনাল পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী গত বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে নিখোঁজ হয়ে যান সুদীক্ষা। সমুদ্রসৈকতের অদূরে বসানো এক সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ভোরে এক ঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে ছিলেন সুদীক্ষাও। তার পর আচমকা নিখোঁজ হয়ে যান তিনি। সুদীক্ষার সঙ্গে ওই সময় যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তরুণীর কোনও খোঁজ মেলেনি।
পোশাক এবং জুতোর সন্ধান পাওয়ার পরে তদন্তকারীদের অনুমান, সেগুলি চেয়ারের সামনে রেখে সমুদ্রে নেমেছিলেন সুদীক্ষা। তাঁদের অনুমান, সমুদ্রে নেমে তলিয়ে গিয়েছেন তরুণী। সুদীক্ষা নিখোঁজ হওয়ার পর থেকে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তাঁর পরিবারের সদস্যেরাও। তিনি তলিয়ে গিয়েছেন, না কি তাঁকে কেউ অপহরণ করেছেন, তা নিয়েও সংশয় রয়েছে পরিবারের মনে। সুদীক্ষার বাবা সুব্বারায়ুডু কোনাঙ্কি জানান, গত বুধবার তাঁর মেয়ে বন্ধুদের জানিয়েছিলেন একটি রিসর্টে পার্টিতে যাচ্ছেন। ভোর ৪টের দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্রসৈকতে গিয়েছিলেন তিনি। এর কিছু ক্ষণ পর বন্ধুরা সমুদ্রসৈকত থেকে ফিরে এলেও সুদীক্ষা আর ফেরেননি।
তাঁর পরিবার জানিয়েছে, সুদীক্ষা সব সময় নিজের কাছে ফোন রাখতেন। কিন্তু নিখোঁজ হওয়ার দিন বন্ধুদের কাছে ফোন এবং টাকার ব্যাগ রেখে যান। সুদীক্ষার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে কোনও সূত্র পাওয়া যায় কি না তার চেষ্টা করছে পুলিশ।