একাধিক দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ির আশা কর্মীরা। সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দফতরে সামনে বিক্ষোভ দেখিয়ে মোট ছয় দফা দাবি তুলে দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের এআইইউটিইউসি জেলা কমিটি। দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে কর্মবিরতির পথে হাঁটবেন আশা কর্মীরা বলে হুঁশিয়ারি দিলেন এ দিনের আন্দোলন থেকে।
শহরে মিছিল করে এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দফতরে সামনে জমায়েত হয় আশা কর্মীরা। সেখানে বিক্ষোভ দেখান তাঁরা। এরপর ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে আশা কর্মীদের রাজ্য সরকার কর্তৃক ভাতা নূন্যতম ১৫ হাজার টাকা দিতে হবে৷ কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দিতে হবে। ইন্সেন্টিভ সহ সমস্ত পরিষেবার টাকা মাসের পর মাস বাকি রাখা চলবে না। আশা কর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি ও স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিতে হবে।
ইউনিয়নের জেলা সম্পাদিকা ঝর্ণা ঘোষ বলেন, আমাদের দাবি তুলে ধরা হলো। দ্রুত সমস্যা না মিটলে আগামীতে আমরা কর্মবিরতি করবো।”
স্বাস্থ্য দফতর থেকে জানানো হয় দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।