আগে রেলের আরএসি যাত্রীরা একটি সম্পূর্ণ বার্থ পেতেন না! পেতেন না একটি কমপ্লিট বেডরোলও।
2/6
একটি বার্থ, একটি বেডরোল, দুই যাত্রী

আগে দুজন আরএসি যাত্রীকে একটি বার্থ ও একটি বেডরোল ভাগাভাগি করে ব্যবহার করতে হত। তা নিয়ে অসুবিধাও যেমন হত, তেমনই ঝঞ্ঝাটও বাধত দুই যাত্রীর মধ্যে।
3/6
স্বাচ্ছন্দ্যবৃদ্ধি

সেদিন আর রইল না। এবার থেকে আরএসি যাত্রীদেরও স্বাচ্ছন্দ্যবৃদ্ধি ঘটবে।
4/6
বৈষম্যের অবসান

এতদিন যে বৈষম্য ছিল, তা নিয়ে বহু অভিযোগ জমা পড়ল রেলের ঘরে। এবার সেটার দিন শেষ হল। এবার থেকে আরএসি-র যাত্রীরাও অনেক আরামে রেলযাত্রা করতে পারবেন।
5/6
রেল-নির্দেশিকা

রেল কর্তৃপক্ষের তরফে এ জন্য বিশেষ নির্দেশিকা থাকবে কর্মীদের প্রতি। নতুন এই নিয়ম লাগু হলেই যেন তার সুবিধা পুরোপুরি উপবোগ করতে পারেন যাত্রীরা।
6/6
কোচ অ্যাটেন্ড্যান্ট
