পঞ্জাবে ধসে পড়ল বহুতল কারখানা। মুহূর্তে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ভিতরে থাকা একাধিক শ্রমিক। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ পঞ্জাবের লুধিয়ানার ফোকাল পয়েন্ট এলাকায় ঘটনাটি ঘটেছে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। অন্তত ছ’জন শ্রমিক ভিতরে আটকে রয়েছেন বলে মনে করছেন কারখানা কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ আচমকা হুড়মুড়িয়ে ধসে পড়ে বহুতল ওই কারখানা। ধসের ফলে আশপাশের এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে স্থানীয়েরা ছুটে আসেন। শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
ঘটনার পরেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘লুধিয়ানায় একটি কারখানা ধসে পড়ার খবর পাওয়া গিয়েছে। আমি প্রশাসনকে অবিলম্বে পরিস্থিতি মূল্যায়ন করার নির্দেশ দিয়েছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তাদের কাজও শুরু করে দিয়েছে উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নীচে যাঁরা চাপা পড়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।’’
লুধিয়ানার ডেপুটি কমিশনার যতীন্দ্র জোরওয়াল সংবাদমাধ্যমকে বলেন, ‘‘কয়েক জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও ধসে পড়া কারখানার ভিতরে অন্তত ছ’জন শ্রমিক আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।’’ যতীন্দ্র আরও জানিয়েছেন, ফোকাল পয়েন্ট থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও। পুরোদমে চলছে উদ্ধারকাজ।