বসন্তের আমেজের আজ শেষ দিন। কাল থেকে চড়চড় করে বাড়বে দিনের তাপমাত্রা। সোমবার থেকে বেশ কিছুটা চড়বে পারদ। রাজ্যে আজ মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আজ ফের বৃষ্টির সম্ভাবনা। কাল চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী চার পাঁচ দিন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই।
সিস্টেম
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ মার্চ রবিবার। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে
আরও কমল দিন ও রাতের তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে নামল। আপাতত পরিষ্কার আকাশ। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরে এবং রাতে হালকা শিরশিরানি ভাব। অত্যন্ত মনোরম আবহাওয়া। কাল থেকে পারদ উত্থান। সোমবার থেকে লক্ষ্যনীয় ভাবে উঠবে পারদ। কলকাতার তাপমাত্রা ফের ৩৪/৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এ উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গ
বজ্রবিদ্যুত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। আজ থেকে সোমবার পর্যন্ত দার্জিলিঙে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সম্ভাবনা বেশি দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা আগামী ৪/৫ দিনে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
কলকাতা
নামল দিন ও রাতের পারদ। তবে পারদ পতন এই মরশুমের মতো শেষ। এবার শুধুই পারদ উত্থান। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
সোমবার ১০ মার্চ থেকে অনেকটা বাড়বে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২০.২ থেকে কমে ১৮.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় সাড়ে ৩ ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ থেকে নেমে ২৮.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় সাড়ে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৮৩ শতাংশ।
ভিনরাজ্যে
শুক্র ও শনিবার পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে সিকিমের উপর দিয়ে। শুক্রবার থেকে সিকিম উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। শনিবার বিহার, সিকিম, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা।