চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জিল্যান্ড। সেমিফাইনালে কিউয়িদের রানের পাহাড়ে চাপা পড়ে গেল প্রোটিয়ারা!কেন উইলিয়ামসন এবং রাচীন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরির ধাক্কা আর সামলাতে পারল না দক্ষিণ আফ্রিকা। তৈরি হল নয়া রেকর্ডও।
বিশ্ব ক্রিকেটে বরাবরের চোকার্স দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই অপবাদ ঘুচল না। সেমিফাইনালে চাপের মুখে আবার ভেঙে পড়ল তারা। ফাইনালে চলে গেল নিউ জিল্যান্ড।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মে রয়েছেন ওপেনার উইল ইয়ং। কিন্ত সেমিফাইনালে পাওয়ার প্লে চলাকালীনই আউট হয়ে যান তিনি। এরপর দলের হাল ধরেন ন রাচীন রবীন্দ্র এবং উইলিয়ামসন। ১৬৪ রানের রানের পার্টনারশিপ। সেঞ্চুরি করেন দু’জনেই। রাচীন ৯৩ বলে, আর উইলিয়ামসন ৯১ বলে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৬২ রানে থামল কিউয়ি ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটাই এক ইনিংসে সর্বোচ্চ স্কোর।
৩৬৩ রানের রান তাড়া করতে নেমে শুরুতে বেশ আত্মবিশ্বাসী লাগছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। কিন্তু রানের গতি বাড়াতে না পেরে শেষে কার্যত উইকেট ছুঁড়ে দেন তাঁরা। ৭১ বলে মাত্র ৫৬ রান করেন টেম্বা বাভুমা। ভ্যান ডার ডুসেনর সংগ্রহ ৬৯ রান। বাকি সকলেই ব্যর্থ। টেলএন্ডারদের সঙ্গী করে একটা মরিয়া লড়াই চালিয়েছিলেন মিলার, তবে ততক্ষণে ম্যাচ হাতের বাইরে। ম্যাচের শেষ বলে সেঞ্চুরি করলেন মিলার। ফাইনালে ফের মুখোমুখি ভারত নিউজিল্যান্ড।