Bangladesh: বাংলাদেশ সীমান্তে আটক ১৩ ভারতীয় নাগরিক!

পার বাংলায় মাদক পাচার? চোরাচালান? চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সীমান্তে আটক ১৩ জন ভারতীয় নাগরিক। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মাসেই আবার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মায়ানমারের ৯৩১ জন নাগরিককেও। বাজেয়াপ্ত করা হয়েছে  ১৭০ কোটি টাকার পণ্য়।  জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানালেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহম্মদ শরীফুল ইসলাম।

বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত পণ্য

 ২ কেজি ৫২৯ গ্রাম  সোনা
 ৮৫ কেজি ৪০০ গ্রাম রুপো
৮,৭৮৪টি শাড়ি
 ৬,৮১১টি থ্রিপিস,  শার্টপিস, চাদর, কম্বল
 ৭ হাজার ২০৪টি  রেডিমেড পোশাক
 ১২ হাজার ২০২ মিটার কাপড়
 ৩ লাখ ৩৯ হাজার ৯২০টি কসমেটিক্স 
 ৭ হাজার ১৬৬টি ইমিটেশন গয়না
 ১৬ লাখ ৮৬ হাজার ৭৩৯টি আতশবাজি
 ৬ হাজার ৭৮২ ঘনফুট কাঠ
২ হাজার ৪৩৪ কেজি চা
৪৮ হাজার ৮৩৯ কেজি সুপুরি
২ লাখ ৬৯ হাজার ৮২৪ কেজি চিনি, 
৪ হাজার ৯৩ কেজি সার, 
৩২ লিটার ডিজেল, 
২৩ হাজার ৮২০ কেজি কয়লা, 
১ হাজার ৩১০ ঘনফুট পাথর, 
১১৫ কেজি সুতা/কারেন্ট জাল, 
৫৫৯টি মোবাইল, 
৩ হাজার ৮৫২টি মোবাইল ডিসপ্লে, 
৩০ হাজার ৬২৪টি চশমা, 
৬৭ হাজার ১৩৫ কেজি বিভিন্ন রকমের ফল, 
৬৭০ কেজি ভোজ্য তেল, 
৪ হাজার ৩৩৬ কেজি পেঁয়াজ 
২ হাজার ৪৮৩ কেজি রসুন 
১৩ হাজার ৪০৬ কেজি জিরা, 
২ হাজার ৮৩৫ কেজি কিসমিস, 
১ লাখ ৯১ হাজার ৫৯১ পিস চকলেট, 
৯টি ট্রাক, 
১১টি পিকআপ, 
২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, 
১টি কাভার্ড ভ্যান, 
১টি ট্রাক্টর, 
৪৬টি নৌকা, 
২৭টি সিএনজি/ইজিবাইক, 
৪৪টি মোটরসাইকেল এবং ৩১টি সাইকেল

বাদ নেই আগ্নেয়াস্ত্র।  ২টি পিস্তল, ২টি বন্দুক, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মর্টার শেল ও ৬৯টি হাতবোমাও বাজেয়াপ্ত করেছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.