খাইবার পাখতুনখোয়া প্রদেশের পরে এ বার বালুচিস্তান। এক দিনের ব্যবধানে সেখানে বড় হামলা চালাল স্বাধীনতাপন্থী পাক বিদ্রোহীরা। বুধবার বালুচিস্তানের খুজ়দা জেলার সদর বাজারে মোটরবাইকে রাখা আইইডি বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা পাঁচ।
পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নাল থানার অদূরের ওই বাজারে স্থানীয় কলেজের সামনে বিস্ফোরক বোঝাই বাইকটি রাখা ছিল। খুজ়দার পুলিশ সুপার জাভেদ জ়াহেরি জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হামলার নেপথ্যে রয়েছে বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। যদিও সাধারণ ভাবে বিএলএ যোদ্ধারা পাক সেনা এবং পঞ্জাবের অধিবাসীদের নিশানা করে থাকে। প্রসঙ্গত, সোমবার কালাত জেলায় বিএলএ মানববোমার হামলায় পাক আধাসেনা ফ্রন্টিয়ার কোরের এক জওয়ান নিহত হয়েছিলেন। গুরুতর আহত হন চার জন।
ঘটনাচক্রে, সোমবার রাত থেকে বালুচিস্তানের লাগোয়া প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় দফায় দফায় পাক নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং জইস-উল ফুরসান। আফগানিস্তান লাগোয়া উত্তর ওয়াজিরিস্তান জেলায় একযোগে স্পালগা, গোশ, টাপি, বারওয়ানা, পিপানা লোয়ার এবং পিপানা টপের ছ’টি সীমান্তবর্তী নিরাপত্তা চৌকিতে হামলা চালায় টিটিপি বাহিনী। মঙ্গলবার ভোর থেকে দু’তরফের সংঘর্ষ শুরু হয়। মঙ্গলের রাতেই বান্নুর সেনাশিবির ও লাগোয়া এলাকায় হামলা চালান জইস-উল ফুরসানের ফিদায়েঁরা। দু’টি হামলায় ১৫ জনের মৃত্যু হয়।