চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না জসপ্রীত বুমরাহ। নিজেদের সেরা অস্ত্রকে ছাড়াই নামতে হয়েছে ভারতীয় দলকে। প্রতিযোগিতার মাঝেই ভাল খবর ভারতীয় শিবিরে। চোট পাওয়ার ৫৫ দিনের মাথায় বোলিং শুরু করেছেন জসপ্রীত বুমরাহ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেছেন তিনি।
নিজের বোলিংয়ের ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছেন বুমরাহ। সেখানে দেখা যাচ্ছে, নেটে উইকেট পুঁতে বল করছেন বুমরাহ। সেখানে রয়েছেন এক সাপোর্ট স্টাফ। তিনি বুমরাহের বোলিংয়ের দিকে নজর রেখেছেন। বোলিং শুরু করলেও এখনও ছন্দ পেতে যে তাঁর সময় লাগবে তা বোঝা যাচ্ছে। বল করার মাঝে মাঝে ওই সাপোর্ট স্টাফের সঙ্গে কথা বলছেন বুমরাহ। নিজের বল করার ভিডিয়ো দিয়ে ক্যাপশনে বুমরাহ লিখেছেন, “প্রতি দিন উন্নতি করছি।” এই কথা থেকে স্পষ্ট, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় পেসার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম ইনিংসে বল করার সময় পিঠের পেশিতে টান লাগে বুমরাহের। দ্বিতীয় ইনিংসে আর বল করেননি তিনি। ৩ জানুয়ারির পর আবার ২৭ ফেব্রুয়ারি বল করা শুরু করলেন তিনি। চোট পাওয়ার পর শোনা গিয়েছিল, অস্ত্রোপচার করাতে হতে পারে বুমরাহকে। তবে শেষ পর্যন্ত আর ছুরি-কাঁচি চলেনি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসকদের নজরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
এর মাঝেই দুবাইয়ে দেখা গিয়েছে বুমরাহকে। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। সেই পুরস্কার নিতে গিয়েছিলেন বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় পেসারের হাতে ‘স্যর গ্যারফিল্ড সোবার্স’ ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। সেখানে সতীর্থদের সঙ্গে দেখা করেন বুমরাহ। সেখানেই তিনি জানিয়েছিলেন যে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এ বার বল করার ভিডিয়ো দিলেন তিনি। তাতে মুখে হাসি ফুটবে ভারতীয় সমর্থকদের।