চোট সারিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন! মাঠে ফিরেই ইতিহাস লিখলেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ডের ত্রিকেটার সেঞ্চুরি হাঁকিয়ে যা করলেন তা অতীতে আর কেউ কখনও করতে পারেননি!
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে হয়েছিল।মুখোমুখি হয়েছিল আয়োজক পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। মহম্মদ রিজওয়ানরা (Mohammad শুরুতেই মুখ থুবড়ে পড়েছিলেন। কিউয়িদের কাছে ৬০ রানে হারতে হয়েছিল। সেই ম্যাচে ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির তিন ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি রাচিন!
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলার সময়ে, ফিল্ডিং করতে গিয়ে রাচিন ভয়ংকর চোট পেয়েছিলেন। রক্তাধারায় ভেসে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ছেড়েছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ড্যারিল মিচেলের বদলে রাচিনকে প্রথম একাদশে রেখেছিল নিউ জ়িল্যান্ড। ফিরেই আগুন জ্বাললেন কিউয়ি স্টার
বাংলাদেশের ২৩৬ রান তাড়া করতে নেমে কিউয়িদের ১৫ রানে চলে গিয়েছিল ২ উইকেট। উইল ইয়ং (০) ও কেন উইলিয়ামসন (৫) ফিরে যাওয়ায় শুরুতে চাপে পড়ে গিয়েছিল কালো জার্সিধারীরা। চারে নেমে রাচিন ডেভন কনওয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৭ রানের পার্টনারশিপ করেন ও চতুর্থ উইকেটে টম ল্যাথামকে নিয়ে স্কোরবোর্ডে ১২৯ রান জুড়েছিলেন। রাচিন ১০৫ বলে ১১২ (১২ চার, ১ ছয়) রান করে আউট হয়েছিলেন।
রাচিন পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকে সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস লিখলেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন এই তরুণ। যা ছিল ওডিআই ক্রিকেটের মার্কি ইভেন্টে তাঁর অভিষেক। ক্রিকেট ইতিহাসে, ১৯ জন খেলোয়াড় ওডিআই বিশ্বকাপের অভিষেকে সেঞ্চুরি করেছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকে ১৫ জনের শতরান রয়েছে। তবে উভয় তালিকার একমাত্র রাচিনই!
মাত্র ৩০ ইনিংসে রাচিনের ওডিআই ক্রিকেটে এটি চতুর্থতম সেঞ্চুরি, এবং চারটিই আইসিসি ইভেন্টে এসেছে। এই তারকা ব্যাটার ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ৩টি সেঞ্চুরি করেছিলেন। যেখানে তিনি ধরমশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে তিন অঙ্কের সেঞ্চুরি করেছিলেন।
রাচিন এখন আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের সর্বাধিক সেঞ্চুরিকারী হলেন। এর আগে কেন উইলিয়ামসন এবং নাথান অ্যাস্টলে তিনটি করে সেঞ্চুরি করেছিলেন।
ভারতের শিখর ধাওয়ানের (১১) পর, আইসিসি ইভেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে চার সেঞ্চুরির নজির গড়লেন রাচিন। তিনি ২৫ বছর বয়সে বিশ্বব্যাপী ইভেন্টে শচীন তেন্ডুলকরের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও ভেঙে ফেলেছেন! রাচিনের ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ অভিযানে ১০ ইনিংসে ৫৭৮ রান করে, টুর্নামেন্টে অভিষেককারী হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন।