চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট হয় অক্ষর পটেলের। জাকের আলির ক্যাচ ফেলে দেন রোহিত শর্মা। হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় অক্ষরের। ক্যাচ ফেলে হতাশায় মাটি চাপড়াতে থাকেন রোহিত। পরে সতীর্থের কাছে হাতজোড় করে ক্ষমাও চেয়ে নেন ভারতীয় দলের অধিনায়ক। অক্ষরকে আরও একটি কথা দিয়েছিলেন রোহিত। সেই কথা এখনও রাখেননি অধিনায়ক।
ভারত-বাংলাদেশের ম্যাচের পর টেলিভিশনের সঞ্চালক রোহিতকে জাকেরের ক্যাচ ফেলা এবং অক্ষরের হ্যাটট্রিক হাতছাড়া হওয়া নিয়ে প্রশ্ন করেছিলেন। রোহিত দুঃখ প্রকাশ করে কথা দিয়েছিলেন অক্ষরকে নৈশভোজে নিয়ে যাবেন। কিন্তু এখনও সতীর্থকে খাওয়াননি রোহিত। পাকিস্তান ম্যাচের পর অক্ষরের কাছে জানতে চাওয়া হয়, রোহিত তাঁকে খাইয়েছেন কিনা। উত্তরে অক্ষর বলেছেন, ‘‘আমাদের এখন ছ’দিন বিরতি রয়েছে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও উঠে গিয়েছি। এ বার জিজ্ঞেস করার সুযোগ পাব, আমাকে কবে খাওয়াতে নিয়ে যাবে।’’ অক্ষরের উত্তরেই বোঝা গিয়েছে রোহিত এখনও তাঁকে নৈশভোজে নিয়ে যাননি।
পাকিস্তান ম্যাচের আগে সমাজমাধ্যমে রোহিতের একটি ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায়, দুবাইয়ের কোনও রেস্তরাঁয় শ্রেয়স আয়ারের সঙ্গে নৈশভোজ সারছেন রোহিত। সেই ছবির সূত্র ধরেই অক্ষরের কাছে জানতে চাওয়া হয়েছিল, অধিনায়ক তাঁকে নৈশভোজে নিয়ে গিয়েছিলেন কিনা। রোহিত রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন আর সতীর্থ কুলদীপ যাদবের সঙ্গেও। বাঁহাতি অলরাউন্ডারের বিশ্বাস দুবাইয়েই প্রতিশ্রুতি রক্ষা করবেন রোহিত।