চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার পর পাকিস্তানের দল নির্বাচন ঘিরে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, দল নির্বাচনের পর তা পাঠানো হয়েছিল পিসিবি প্রধান মহসিন নকভির কাছে। তিনি সেই তালিকা নির্বাচকদের কাছে ফেরত পাঠিয়ে কড়া বার্তা দিয়ে বলেছিলেন, সেরা দলই যেন বেছে নেওয়া হয়। নির্বাচিত ক্রিকেটারদের তালিকা আরও এক বার পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন। তৃতীয় বার তালিকা পাঠানোর পর তিনি মঞ্জুর করেছেন বলে জানা গিয়েছে।
পাক সংবাদমাধ্যম জানিয়েছে, শক্ত হাতে বোর্ড পরিচালনা করতে বদ্ধপরিকর নকভি। তাই কোনও অন্যায় প্রশ্রয় দিতে চাইছেন না। দল নিয়ে যাতে কোনও বিতর্ক না হয়, তাই নির্বাচকদের কড়া নির্দেশ পাঠাচ্ছেন। তাঁর অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হবে না। তিনি নিজের পছন্দের আমলা এবং সরকারি আধিকারিকদের এনে বোর্ড চালাচ্ছেন বলে জানা গিয়েছে।
এখানেই শেষ নয়। ভারত-পাকিস্তান ম্যাচের প্রথম বল হওয়ার আগেই আরও বেড়েছে উত্তাপ। এ বার সমস্যা তৈরি হয়েছে সম্প্রচার ঘিরে। পাকিস্তানের অভিযোগ, ভারত-বাংলাদেশ ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির যে লোগো দেখানো হয়েছে সেখানে পাকিস্তানের নাম নেই। বিষয়টি নিয়ে আইসিসি-কে চিঠি দিয়েছে তারা।
সম্প্রচারের সময় পর্দার উপরের বাঁ দিকের কোণে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো থাকে। সেখানে আয়োজক হিসাবে পাকিস্তানের নামও থাকার কথা। পাকিস্তান-নিউ জ়িল্যান্ড ম্যাচে সেটি দেখা গেলেও ভারত-বাংলাদেশ ম্যাচে লোগোর নীচে পাকিস্তানের নাম ছিল না। আবার সেটি দেখা গিয়েছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। কেন এই একটি ম্যাচে পাকিস্তানের নাম আয়োজক হিসাবে দেখানো হল না তা জানতে চেয়ে আইসিসি-কে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাধারণত ম্যাচের সময় পূর্বনির্ধারিত কোনও গ্রাফিক দেখানো হলে সেটি আগে থেকে তৈরি করে আইসিসি-কে পাঠিয়ে রাখতে হয়। কিন্তু ভারত-বাংলাদেশ ম্যাচে সেটি না দেখা যাওয়ায় ক্ষিপ্ত পিসিবি। আইসিসি-র তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ভুলের কারণেই এমনটা হয়েছে। ভবিষ্যতে আর এমনটা হবে না। তাতে অবশ্য খুশি নয় পিসিবি।