অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি অনুসারে কোনও ব্যক্তি বিপাকে পড়লে, তিনি আদালতের দ্বারস্থ হতে পারবেন। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড হাই কোর্ট। বস্তুত, দেশে উত্তরাখণ্ডই প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। যা নিয়ে আলোচনা, সমালোচনা যেমন চলছে, চলছে সমর্থন এবং বিরোধিতাও। অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগের প্রেক্ষিতে সে রাজ্যের হাই কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। শুক্রবার তার প্রেক্ষিতে এই রায় দিল উত্তরাখণ্ডের উচ্চ আদালত। ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘‘যদি কোনও ব্যক্তি বিপাকে পড়েন, তিনি আমাদের (আদালত) জানাতে পারেন।’’
গত ২৭ জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। নতুন বিধি অনুসারে, একত্রবাসের জন্য যুগলকে বিয়ের মতো প্রায় একই ধাঁচের ‘রেজিস্ট্রেশন’ করাতে হবে। নিয়ম না মানলে কিংবা রেজিস্ট্রেশনের সময় কোনও ভুল তথ্য দিলে হতে পারে জেলও। তিন মাসের কারাবাস কিংবা ২৫ হাজার টাকা জরিমানা অথবা দুই-ই হতে পারে যুগলের। কেউ যদি একত্রবাসের রেজিস্ট্রেশন করাতে এক মাসের বেশি দেরি করেন, তা হলেও শাস্তি পেতে হতে পারে। সে ক্ষেত্রে তিন মাসের জেল কিংবা ১০ হাজার টাকা জরিমানা অথবা দুই-ই হওয়ার সম্ভাবনা রয়েছে। ২১ বছরের কম বয়সি যুগল একত্রবাসে থাকলে, তাঁদেরও প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করাতে হবে। ২১ বছরের কম বয়সিদের একত্রবাসের জন্য বাবা-মায়ের সম্মতির প্রয়োজন। বাবা-মায়ের অনুমতি ছাড়া একত্রবাসের রেজিস্ট্রেশন করাতে পারবেন না ২১ বছরের কম বয়সি যুগলেরা। একত্রবাসে থাকা যুগল কোনও সন্তানের জন্ম দিলে, তাকে যুগলের সন্তান হিসাবে আইনি বৈধতা দেওয়ার কথাও বলা হয়েছে নতুন বিধিতে। সূত্রের খবর, উত্তরাধিকারের ক্ষেত্রে যাতে ওই সন্তান সমানাধিকার পায়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। শুক্রবার উত্তরাখণ্ড হাই কোর্টের প্রধান বিচারপতি জি নরেন্দ্র বলেন, ‘‘ইউসিসি-তে কেউ বিপাকে পড়লে আদালত তার শুনানি করতে পারে।’’ বস্তুত, অভিন্ন দেওয়ানি বিধিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলার প্রেক্ষিতে উত্তরাখণ্ড সরকারের প্রতিক্রিয়া চেয়েছে সে রাজ্যের হাই কোর্ট।
অন্য দিকে, অভিন্ন দেওয়ানি বিধি-র অপব্যবহার করে ভুয়ো অভিযোগ করলে কড়া শাস্তির সাবধানবাণী শুনিয়েছে উত্তরাখণ্ড সরকার। বৃহস্পতিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুয়ো মামলাকারীদের কাছ থেকে জরিমানা নেওয়া হবে। সরকারের খাতায় সেই জরিমানা জমা পড়বে ভূমি রাজস্ব হিসাবে।
উত্তরাখণ্ড সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত ভুয়ো অভিযোগ করে প্রথম বার ধরা পড়লে সতর্ক করে দেওয়া হবে। কিন্তু একই কাজ দ্বিতীয় বার করলে পাঁচ হাজার এবং তৃতীয় বার করলে ১০ হাজার টাকা জরিমানা হবে। ওই টাকা দিতে হবে ৪৫ দিনের মধ্যে। টাকা দতে হবে অনলাইনে এবং তহসিল আধিকারিকের উপর দায়িত্ব থাকবে ওই জরিমানা আদায়ের।