পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন ঘোষকিরা হাইস্কুলে সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ, মানব পাচার সহ সাইবার ক্রাইম সম্পর্কিত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার।
![](https://amaderbharat.com/wp-content/uploads/2025/02/IMG-20250211-WA0006-300x169.jpg)
জানা গিয়েছে, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় এবং ঘোষকিরা হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগ এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি তথা সিনিয়র ডিভিশন সিভিল জর্জ শাহিদ পারভেজ, আইনি সহায়ক কাজী মোঃ ফাকরুদ্দিন, অধিকার মিত্র, ঘোষকিরা হাই স্কুলের প্রধান শিক্ষক অসীম কুমার রথ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। মূলত সাইবার ক্রাইমের বিভিন্ন বিষয় সহ মানব পাচার, বাল্যবিবাহ রোধ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় এই সচেতনতা শিবিরে। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
![](https://amaderbharat.com/wp-content/uploads/2025/02/IMG-20250211-WA0007-300x169.jpg)