মাঘ এখনও বিদায় নেয়নি। কিন্তু জাঁকালো শীত বিদায় নিয়েছে তার আগেই। বলতে গেলে গোটা মাঘ মাস জুড়ে জাঁকালো শীত অধরাই ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। তবে তার পরে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। জেলায় শীতের আমেজ ফিরলেও তা কলকাতায় ফেরার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহবিদেরা।
হাওয়া অফিস জানিয়েছে, বুধ এবং বৃহস্পতিবার রাজ্যে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। স্বাভাবিকের থেকে কিছুটা উপরেই থাকবে তাপমাত্রা। শুক্রবার থেকে পারদ নামার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব। হাওয়া অফিস জানিয়েছে, তার প্রভাবে আগামী দু’দিন রাজ্যে ঢুকবে জলীয় বাষ্প। তার ফলে কুয়াশার সম্ভাবনা বৃদ্ধি পাবে। বুধবার সকালে তাই রাজ্যের বেশির ভাগ জেলার আকাশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলায় পরিষ্কার হয়ে যাবে। বুধবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েক জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে। বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।