জাতীয় গেমসে বাংলার পদকের ধারা অব্যাহত। মহিলাদের দলগত ইভেন্টের পর মঙ্গলবার উত্তরাখণ্ডে জিমন্যাস্টিক্সে আরও তিনটি রুপো জিতেছেন বাংলার মেয়েরা। তার ফলে বাংলার পদকের সংখ্যা বেড়েছে।
মঙ্গলবার অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্সে রুপো জিতেছেন রিম্পা দেবনাথ ও স্নেহা দেবনাথ। ওমেন ট্রায়ো ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেছেন প্রিয়াঙ্কা দেবনাথ, সঙ্গীতা বিশ্বাস ও স্নেহা মণ্ডল। দিনের শেষে অলরাউন্ড ওমেন আর্টিস্টিক ইভেন্টে রুপো জিতেছেন প্রণতি দাস।
![জাতীয় গেমসে পদক হাতে প্রণতি নায়েক (উপরের সারিতে মাঝে), প্রণতি দাস (উপরের সারিতে বাঁ দিকে)। সঙ্গে দীপা কর্মকার (নীচের সারিতে ডান দিকে) ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী ( নীচের সারিতে মাঝে)।](https://assets.telegraphindia.com/abp/2025/Feb/1739298102_gymnastics-2.jpg)
পুরুষদের দল ব্যর্থ হলেও মহিলারা মান বাঁচিয়েছেন বাংলার। সকলের নজর ছিল মহিলাদের অলরাউন্ড ইভেন্টের দিকে। সেখানে লড়াই ছিল দুই প্রণতির। ঝাড়গ্রামের প্রণতি অলিম্পিক্সে ভারতের হয়ে খেলেছেন। সুতরাং তিনিই ফেভারিট ছিলেন। শেষ পর্যন্ত সেটাই হল। এই ইভেন্টে চারটি এক্সারসাইজ মিলিয়ে মোট স্কোরের ভিত্তিতে পদক নির্ধারিত হয়। ওড়িশার হয়ে নেমে প্রণতি ভল্ট, আনইভেন বার, বিম বার ও ফ্লোর এক্সারসাইজ মিলিয়ে মোট স্কোর করেন ৪৬.২০০।
ভারতের সেরা জিমন্যাস্টকে টক্কর দেন বাংলার প্রণতি। তিনি চারটি এক্সারসাইজ মিলিয়ে ৪৫.০০০ স্কোর করেন। দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি। জয়ীদের হাতে পদক তুলে দেন ভারতীয় জিমন্যাস্টিক্সের অন্যতম বড় নাম দীপা কর্মকার ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী।