UP Shocker: অন্তরঙ্গ মুহূর্তে আচমকাই প্রেমিকের বুকের উপরে চড়ে বসল প্রেমিকা, ভয়ংকর কাণ্ড….

 পরকীয়ার ভয়ংকর পরিণতি। দীর্ঘদিন ধরেই ব্ল্যাকমেইল করে যাচ্ছিল প্রেমিক। একসময়ে তা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে নৃসংশ ঘটনা ঘটাতে বাধ্য হলেন উত্তরপ্রদেশের বরেলির এক গৃহবধূ। অনেকটাই নিখুঁত পরিকল্পনা করলেও শেষরক্ষা হয়নি। ৩২ বছর বয়সী ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিস।

গ্রামে জরির কাজ করল ইকবাল নামে এক যুবক। কাজের সূত্রেই তার সঙ্গে আলাপ হয় বরেলির ওই গৃহবধূর। পরিচয় থেকে ফোন নম্বর আদান প্রদান, কথাবার্তা থেকে ঘনিষ্ঠতা ও প্রেম। একসময় ওই গৃহবধূকে নিজের বাড়িতে ডেকে পাঠায় ইকবাল। তারপর সে গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ হয়। পরে ফের তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইলে অস্বীকার করে ওই গৃহবধূ। তার পরই নিজের আসল রূপ বের করে ইকবাল।

ওই গৃহবধূকে ইকবাল জানায় তার সঙ্গে ফোনে কথাবার্তার সব রেকর্ড রয়েছে তার কাছে। সেইসব কথাবার্তা সেই তার স্বামীর কাছে ফাঁস করে দেবে। এর পর থেকেই ওই গৃহবধূর এক দুর্বিষহ জীবন শুরু হয়ে যায়। প্রতিবারই গৃহবধূর উপরে জোর খাটাত ওই যুবক। একসময় কড়া সিদ্ধান্ত নিয়ে ফেলে তরুণী গৃহবধূ।

সম্প্রতি ওই গৃহবধূ ইকবালকে ফোনে জানায় সে তার সঙ্গে দেখা করতে চায়, তার বাড়ি যেতে চায়। ওই টোপে রাজি হয়ে যায় ইকবাল। কিন্তু বলে তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে বাড়ি থেকে বের হতে। সেই মতই স্বামীকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে ইকবালের বাড়িতে এসে পৌঁছয় ওই গৃহবধূ। এরপর ইকবাল ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে তাতে সাড়া দেয় সে। এরপর অন্তরঙ্গতার এক সময়ে ইকবালের বুকের উপরে চড়ে তার গলা টিপে ধরে গৃহবধূ। ধীরে ধীরে থিতিয়ে যায় ইকবাল। প্রায় ২ দিন পর নিজের ঘর থেকে উদ্ধার হয় ইকবালের লাশ। তারপর পুলিস তদন্ত শুরু করলে ওই গৃহবধূর নাম বেরিয়ে আসে। পুলিসের কাছে ওই গৃহবধূ স্বীকার করে ওই কাণ্ড করা ছাড়া আর কোনও উপায় ছিল না তার কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.