‘বিগ বস্’-এ এত বিতৃষ্ণা? ছোট পর্দার পর ওটিটি সঞ্চালনাও ছেড়ে দিচ্ছেন সলমন!

২০১০ থেকে ২০২৫। ‘বিগ বস্’ সঞ্চালনার ১৫ বছরের লম্বা সফর সলমন খানের। তাঁর সঞ্চালনাতেই ‘বিগ বস্’ জনপ্রিয়। সেই জনপ্রিয়তার কারণে ছোট পর্দা থেকে ওয়েব প্ল্যাটফর্মে পা রিয়্যালিটি শো-এর। দেখতে দেখতে চার বছর বয়স ওটিটি শো-এরও। সেই শো থেকে বরাবরের জন্য নাকি নিজেকে সরিয়ে নিয়ে চলেছেন সলমন! ‘বিগ বস্ ১৮’ শেষ হওয়ার পরেই শোনা গিয়েছিল, ছোট পর্দার সঞ্চালনায় আর নেই তিনি। শনিবারের খবর, ‘বিগ বস্ ওটিটি ৪’-এর সঞ্চালনাতেও আর থাকতে চাইছেন না ‘ভাইজান’।

শো-এ সঞ্চালনার সময় তিনি কঠোরে-কোমলে। সলমন কখনও প্রতিযোগীদের বড় দাদার মতো সামলেছেন, কখনও বন্ধুর মতো হাসিঠাট্টায় মেতেছেন। তাঁর উপস্থিতি মাতিয়ে রেখেছে অংশগ্রহণকারীদের। একই ভাবে তাঁর সান্নিধ্য উপভোগ করেছেন রিয়্যালিটি শো-এ আসা তারকা অতিথিরাও। সেই তিনি-ই থাকবেন না! ‘বিগ বস্’ কি তার জৌলুস ধরে রাখতে পারবে? এমন প্রশ্ন স্বাভাবিক ভাবেই উঠছে। তাতে সলমন কতটা টলবেন, এখনই বলা যাচ্ছে না।

এত বছর থাকার পর কেনই বা সরে যেতে চাইছেন প্রযোজক-অভিনেতা? ওটিটি-তে তাঁর বদলে সঞ্চালনা করবেন কে?

জানা গিয়েছে, ওটিটি-তে সঞ্চালনার জন্য রোহিত শেট্টি আর সোনু সুদের নাম উঠে এসেছে। এর মধ্যে সোনু সুদের পাল্লা ভারী। ছোট পর্দায় কে সঞ্চালনা করবেন সেটা এখনও জানা যায়নি। তবে এর আগে কর্ণ জোহরকে সঞ্চালনা করতে দেখা গিয়েছে। সলমনের সরে যাওয়া নিয়ে আপাতত দুটো মত বলিউডের অন্দরে। এক, তিনি ‘বিগ বস্ ১৮’-র বেশ কিছু প্রতিযোগীর থেকে খারাপ ব্যবহার পেয়েছেন। তাঁরা আচরণে অসম্মানিত তিনি। তার জন্যও নিজেকে সরিয়ে নিতে চাইতে পারেন। দুই, এক টানা একটি শো-এর সঙ্গে থাকতে থাকতে দর্শকের সঙ্গে তিনিও হয়তো একঘেয়েমিতে ভুগতে পারেন। সেই সঙ্গে তাঁর নিরাপত্তার বিষয়টিও একেবারে উড়িয়ে দিচ্ছে না বলিপাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.