ফিটনেস সমস্যা নেই শামির, তবু কেন খেলানো হচ্ছে না? মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ

চোট সারিয়ে ফিট মহম্মদ শামি। অনুশীলনে চেনা মেজাজে বল করছেন। মাঠে নামার জন্যও প্রস্তুত। তবু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি বাংলার জোরে বোলারের। শামিকে কেন খেলানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতীয় শিবির সূত্রে জানা গিয়েছে, একটি বিশেষ কারণে তাঁকে খেলাচ্ছেন না কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব।

ভারতীয় দল রাজকোট যাওয়ার সময় চেন্নাই বিমানবন্দরে শামিকে আলাদা করে কথা বলতে দেখা গিয়েছে গম্ভীরের সঙ্গে। তাঁদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি। তাতে শামির না খেলা নিয়ে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানিয়েছেন, শামির ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই।

তা হলে কেন খেলছেন না শামি? কোটাক জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শামিকে যতটা সম্ভব তরতাজা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকা শামিকে লুকিয়েও রাখতে চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট। কোটাক বলেছেন, ‘‘শামি পুরো ফিট। ওর না খেলা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কিন্তু এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। শামিকে নিয়ে নিশ্চিত ভাবে কিছু পরিকল্পনা রয়েছে। হয়তো টি-টোয়েন্টি সিরিজ়ের পরের ম্যাচগুলি খেলবে। এর পর এক দিনের সিরিজ়ও আছে। কোচ গম্ভীর এবং অধিনায়ক সূর্যই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে। এটুকু বলতে পারি শামির ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। সবটাই নির্ভর করছে পরিকল্পনার উপর। ওকে এখনই বেশি চাপ দিতে চাইছি না আমরা।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট খেলার সময় পিঠে চোট পান জসপ্রীত বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে শামিই হবেন ভারতীয় বোলিং আক্রমণের মুখ। সম্ভবত সে কথা মাথায় রেখেই শামিকে এখন আগলে রাখতে চাইছেন গম্ভীর। সতর্ক এবং সাবধানী থাকতে চাইছেন। একই সঙ্গে শামির শক্তি, দুর্বলতাও লুকিয়ে রাখতে চাইছেন প্রতিপক্ষ দলগুলির থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.