Blood donation, Midnapur, মেদিনীপুরে পঞ্চুরচকে রক্তদান শিবির

স্বর্গীয় সুধা তুলসীয়ান, বিন্দা দেবী ও উত্তম গোপের স্মৃতির উদ্দেশ্যে ৭ দিনের দিনরাতের ক্রিকেট টুর্নামেন্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে বজরং ব্যায়ামাগারের সহযোগীতায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। আজ মেদিনীপুর শহরের স্থানীয় পঞ্চুরচকে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী অসীম বর্মন সহ অন্যান্যরা।

অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাচীনতম ক্লাব বজরং ব্যায়ামাগার। সেই ব্যায়ামাগারে শুধুমাত্র শারীরিক গঠনের জন্য ব্যায়াম বা শরীরচর্চা করে না, নানান সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে। পাশাপাশি এখনকার প্রজন্মকে খেলার মাঠে আনার চেষ্টা করে। তার জন্য আগামী ২৭ জানুয়ারি থেকে ৭ দিনের দিনরাতের বিভিন্ন স্তরের ছেলেমেয়েদের জন্য ক্রিকেট টুর্নামেন্টের‌ও আয়োজন করা হয়েছে। তার কারণ এখনকার প্রজন্ম মাঠকে ভুলতে বসেছে। দিশেহারা অবস্থা নুতন প্রজন্মের। আজকের এই রক্তদান কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের কর্মকর্তা কুন্দন গোপ এবং বরুণ আগর‌ওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.