Padma Award 2025: অরিজিত্ সিং-মমতা শঙ্কর-তেজেন্দ্রনারায়ণকে পদ্মসম্মান, তালিকায় বাংলার আর কারা দেখে নিন

বাংলার মুকুটে আরও ৯ পালক । তলিকায় রয়েছেন অরিজিত্ সিং, মমতা শঙ্কর, তেজেন্দ্র নারায়ণরা। এবার পদ্ম সম্মান পাচ্ছেন রাজ্যের নামি ঢাকি গোকুল চন্দ্র দাস। শনিবার পদ্মসম্মান প্রাপকদের প্রথম তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই তালিকায় নাম রয়েছে গোকুল চন্দ্রের। উত্তর ২৪ পরগনার ঢাক বাদক গোকুল চন্দ্র দাসকে এবার দেওয়া হচ্ছে পদ্মশ্রী সম্মান। মহিলাদের ঢাকি হিসেবে তৈরির কথা ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান রয়েছে। প্রায় একশোরও বেশি মহিলা ঢাকি তৈরি করেছেন তিনি। তার জন্য এক থেকে দেড় কেজি ওজনের ঢাক তৈরি করেছেন গোকুলচন্দ্র। উস্তাদ জাকির হুসেন ও পণ্ডিত রবি শঙ্করের অনুষ্ঠানে ঢাক বাজিয়েছেন তিনি।

বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন বলিউডে প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী অরিজিত সিং।

পদ্মশ্রী পেলেন অভিনেত্রী মমতাশঙ্কর।

কার্তিক মহারাজকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী।

নগেন্দ্রনাথ রায়- সাহিত্য শিক্ষা

পবন গোয়েঙ্কা- বাণিজ্য

সজ্জন ভজঙ্ক- ব্যবসা বাণিজ্য

স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)- আধ্যাত্মিকতা

বিনায়ক লোহানি- সোশ্যাল ওয়ার্ক

তেজেন্দ্রনারায়ণ মজুমদার- আর্ট

অরুন্ধতী ভট্টাচার্য পাচ্ছেন পদ্মশ্রী। (ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্চিরি, মহারাষ্ট্র)

অরুণোদয় সাহা। সাহিত্য,ত্রিপুরা।

তালিকায় রয়েছেন হরিয়ানার প্যারা আর্চার হরিবন্দর সিং। হরিয়ানায় তাঁকে সবাই চেনে কৈথলের একলব্য হিসেবে। ২০২৪ সালের প্যারা অলিম্পিক গেমসে তিনি সোনা পেয়েছিলেন।

ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ নাম গোয়ার স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবে সারদেসাই। তাঁকে এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে।

দিল্লির বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ নীরজা ভাটলা এবার পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। মহিলাদের সারভাইক্যাল ক্যান্সার নির্ণয় ও নিরাময়ে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে।

ভাজপুরের বিশিষ্ট সমাজসেবী ভীম সিং ভাবেশ পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। ২২ বছর সমাজসেবার কাজে নিয়োজিত রয়েছেন।

দক্ষিণ ভারতের বিশিষ্ট তবলা বাদক পি ডাচনামূর্তি পাচ্ছেন পদ্মশ্রী সম্মান।

নাগাল্যান্ডের বিশিষ্ট ফল চাষী এল হ্য়াংথিং পাচ্ছেন পদ্মশ্রী।

পদ্মশ্রীর তালিকায় রয়েছেন জগদীশ জোশিলা।  তাঁর লেখনিকে সম্মান জানিয়েছে কেন্দ্র সরকার।

গত ৫ দশক ধরে ভ্রমণ সাংবাদিকতা করছেন হিউজ গানজের ও কলিন গানজের। তাদের এবার পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে।

ব্রাজিলের বিশিষ্ট হিন্দু আধ্যাত্মিক ব্যক্তিত্ব জোনাস মাসেতি পাচ্ছেন পদ্মশ্রী।

বিলাসপুরের আপেল চাষি হরিমন শর্মা পেলেন পদ্মশ্রী।

কুয়েতের যোগ শিক্ষক শাইখা আল সাবা পাচ্ছেন পদ্মশ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.