৪৭৭ দিন ধরে বন্দি-দশা। অবশেষে মুক্তি পেলেন চার ইজরায়েলি মহিলা সেনা। শনিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির মোতাবেক এই চারজনকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। হামাসের কাছে দীর্ঘ ১ বছর ৩ মাসের বেশি সময় ধরে তাঁরা বন্দি ছিলেন। এই মহিলা সেনারা হলেন, লিরি আলবাগ, নামা লেভি, ড্যানিয়েলা গিলবোয়া এবং করিনা আরিয়েড।
১৯ জানুয়ারি ইজরায়েল-হামাস বন্দি হস্তান্তর দিয়ে শুরু হয় যুদ্ধবন্দিদের প্রত্যপর্ণের পালা। শনিবার দ্বিতীয় দফায় সেই কাজ হল। জানা গিয়েছে, এই চারজন সেই সাতজন নারী সেনার মধ্যে অন্তর্ভুক্ত, যারা ৭ অক্টোবর ২০২৩ হামাসের হামলায় নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে অপহৃত হয়েছিলেন। এর আগে অপহৃতদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়, এবং অপর একজনকে হত্যার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে পাঁচজন অপহৃত নারী সেনার মধ্যে আগাম বার্গার এখনও মুক্তির তালিকায় নেই।
এছাড়া, মুক্তির জন্য নির্ধারিত ৩৩ জন বন্দির তালিকায় থাকা দুই নারী বেসামরিক বন্দির মধ্যে একজন, আরবেল ইহুদ, এখনো মুক্তি পাননি। ধারণা করা হচ্ছে, তিনি এখনও বন্দি রয়েছেন। এর আগে হামাস ৯০ জন প্যালেস্তানিয়ান বন্দির বিনিময়ে তিনজন ইজরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছিল।
আরও জানা গিয়েছে, হামাস আশা করছে, ইজরায়েলি ২০০ প্যালেস্তানিয়ান বন্দিকে মুক্তি দেবে। যাদের মধ্যে ১২০ জন আজীবন সাজাপ্রাপ্ত ও ৮০ জন দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে। চুক্তি অনুসারে, ইজরায়েল নারী সেনার জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। তবে, এখনও ইজরায়েল নিশ্চিত করেনি কোন বন্দির মুক্তি হবে।