রান নেই রোহিত শর্মার ব্যাটে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থ ভারত অধিনায়ক। মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলতে নেমে মাত্র ৩ রান করে জম্মু-কাশ্মীরের অনামি বোলারের হাতে আউট হলেন রোহিত। একই হাল ভারতের জাতীয় দলের আরও দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলের। দু’জনেই ৪ রান করে আউট হয়েছেন।
মুম্বইয়ের শরদ পওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই। ওপেন করতে নামেন রোহিত ও যশস্বী। সকলের নজর ছিল তাঁদের দিকে। জম্মু-কাশ্মীরের বোলিং আক্রমণে তেমন নামকরা কেউ নেই। তাঁদের কাছেই আটকে গেলেন রোহিতেরা।
প্রথমে আউট হন যশস্বী। আট বল খেলে ৪ রানের মাথায় আকিব নবির বলে এলবিডব্লিউ হন তিনি। একটি মাত্র চার মারেন যশস্বী। রোহিত শুরু থেকে ধরে খেলছিলেন। তাড়াহুড়ো করেননি। কিন্তু তাতে বিশেষ সুবিধা হল না তাঁর। ১৯ বল খেলে ৩ রান করে আউট রোহিত। উমরান নাজ়িরের বল ফ্লিক করতে যান। ব্যাটের কানায় লেগে বল উঠে যায়। ঠিক একই ভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে আউট হয়েছিলেন রোহিত। পুল করতে গিয়েও থমকে গিয়েছিলেন। এই ম্যাচেও সেটা দেখা গেল। লাল বলের বিরুদ্ধে রোহিতের দুর্বলতা আরও এক বার প্রকাশ্যে এল।
একই হাল শুভমনেরও। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নাটকের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছে পঞ্জাব। ওপেন করেন শুভমন। কিন্তু আট বলের বেশি খেলতে পারেননি তিনি। ৪ রান করে অভিলাস শেট্টির বলে ক্যাচ দিয়ে ফেরেন শুভমন।
ভারতের জাতীয় দলের আরও দুই ক্রিকেটার রঞ্জি খেলছেন। রবীন্দ্র জাডেজা সৌরাষ্ট্র ও ঋষভ পন্থ দিল্লির হয়ে খেলছেন। তাঁরা একে অপরের বিরুদ্ধে খেলছেন। কিন্তু এখনও ব্যাট করতে নামেননি পন্থ। বল হাতেও দেখা যায়নি জাডেজাকে।