পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা শহরের শান্তিনগর শ্রীরামকৃষ্ণ সারদা সংঘে ভক্ত সম্মেলনের আয়োজন করা হয় রবিবার। এদিন সকালে বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়।
লালগড় মঠ থেকে ছিলেন দেব বড় নন্দজি মহারাজ, গড়বেতা মঠ থেকে উপস্থিত ছিলেন একেশানন্দজি মহারাজ সহ অন্যান্য বক্তারা। জানা গিয়েছে, এই সম্মেলনটি পরিচালনা করেন সুজিত সরকার, সঞ্জয় ঘোষ, সঞ্জীব সাহা, নিমাই সাহা, গণেশ মজুমদার সহ অন্যান্য ভক্তরা। এইদিন ধর্মীয় বার্তা সহ সাম্প্রদায়িকতা রক্ষার বার্তা দেওয়া হয় বক্তাদের তরফে। এদিন জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকে একাধিক ভক্ত উপস্থিত হন এই সম্মেলনে।