নৈহাটি শহরজুড়ে নানা মনীষীদের জন্মভিটে বিদ্যমান। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের জন্মভিটে হেরিটেজের তকমা পেয়েছে। তার মধ্যে নৈহাটির শাস্ত্রী রোডে হরপ্রসাদ শাস্ত্রীর জন্মভিটে এখন রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নঅবস্থা। যদিও এই ভগ্ন বাড়িটিতে দূর সম্পর্কের আত্মীয় পরিজনরা বসবাস করছেন। ইতিমধ্যে নৈহাটি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সনৎ দে হরপ্রসাদ শাস্ত্রীর জন্মভিটেটিকে হেরিটেজ বিল্ডিং ঘোষণার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন।
যদিও ওই বাড়িতে বসবাসকারী আত্মীয়-স্বজনরা হেরিটেজ বিল্ডিং হয়ে উঠুক সেটা মানতে নারাজ। তার পাশাপাশি বিরোধী বিজেপির নেতা রূপক মিত্র দাবি করেন, এই পুরনো বিল্ডিংটি কোনো অসাধু প্রোমোটারের চক্রে কুনজরে পড়েছে তার জন্যই নবনির্বাচিত বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কেন এতদিন এই বিল্ডিং- এর কথা মনে ছিল না বর্তমানের সাংসদ তথা এগারো বছরের প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিকের সেই ব্যাপারেও প্রশ্ন তুললেন বিজেপি নেতা।