আজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কংসাবতী নদীর গান্ধী ঘাটে বেনারসের ধাঁচে হলো সন্ধ্যা আরতি। বেনারস থেকে আগত পন্ডিতদের দিয়ে এই সন্ধ্যা আরতির আয়োজন করা হয়। মূলত মকর সংক্রান্তি উপলক্ষে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এই বিশেষ সন্ধ্যা আরতির আয়োজন। সন্ধ্যা আরতি দেখতে কংসাবতী নদীর ঘাটে কয়েক হাজার মানুষ ভিড় জমান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। নিরাপত্তার জন্য ঘাটে মোতায়েন ছিল পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা। কংসাবতী নদীতে স্পিডবোটে নজরদারি চালানো হচ্ছিল সিভিল ডিফেন্স কর্মীদের তরফে।
কাঁসাই নদীর তীরে অবস্থিত রাম -সীতা- হনুমানজীর মন্দির- এর বর্ষপূর্তি উদযাপন এবং গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। সকালে মন্দির প্রাঙ্গণে চলে ধর্মীয় আচার অনুষ্ঠান। সন্ধ্যায় নদীর তীরে আরতি, সঙ্গে ভক্তিমূলক গানের অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, পৌরসভার পূর্ত দফতরের সিআইসি সৌরভ বসু, স্থানীয় কাউন্সিলর নম্রতা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নদীর তীরে সন্ধ্যা আরতি দেখতে আসা প্রায় হাজার পাঁচেক দর্শনার্থীর সমাগমে মুখর ছিল গান্ধী ঘাট।