কেন্দ্রীয় সরকারের নির্মল গঙ্গা মিশনে গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত যে অভিযান শুরু হয়েছে, এই উপলক্ষে, নৃসংহপুর কালনাঘাটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২ ডিসেম্বর গঙ্গোত্রী থেকে শুরু হওয়া এই যাত্রায় একটি দল গঙ্গা নদীকে দূষণমুক্ত করার আহ্বান জানিয়ে যাত্রা শুরু করেছিল, এবং তারা ২৪ ডিসেম্বর গঙ্গা সাগরে পৌঁছবে। রবিবার সন্ধ্যায় এই দলটি কালনা পৌঁছোয় এবং সোমবার ৩২ নম্বর ব্যাটালিয়ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঙ্গা পরিষ্কার রাখা নিয়ে প্রচার অভিযানে নামেন।
এদিন গঙ্গা পূজারও আয়োজন করা হয়। শান্তিপুরের নৃসিংহপুর ও পূর্ব বর্ধমানের কালনায় গঙ্গার পাড়ে গঙ্গা পূজন অনুষ্ঠিত হয়। সকাল ১১.৩০ নাগাদ অভিযানের সদস্যরা গঙ্গা সাগরের উদ্দেশে রওনা দেন। অনুষ্ঠানটি ঘিরে নৃসিংহপুর ও কালনায় উৎসাহী মানুষের উপস্থিতি ছিল অত্যন্ত লক্ষ্যণীয়। বিএসএফ- এর ৩২ নম্বর ব্যাটালিয়ন জানিয়েছে যে, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে গঙ্গার স্বচ্ছতা বজায় রাখা সম্ভব।