‘শ্রীলঙ্কার মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না’, মোদীকে আশ্বাস দিলেন প্রেসিডেন্ট অনুরা

ভারত বিরোধী তৎপরতা চালাতে কোনও শক্তিকে শ্রীলঙ্কার মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সোমবার এই আশ্বাস দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েক।

বামপন্থী জোট ‘ন্যাশনাল পিপল্‌স পাওয়ার’ (এনপিপি)-এর নেতা অনুরা গত ২৩ সেপ্টেম্বর ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তার দল ‘জনতা বিমুক্তি পেরুমনা’(জেভিপি) শ্রীলঙ্কার রাজনীতিতে ঘোষিত চিনপন্থী। আশির দশকে নয়াদিল্লিকে ‘শ্রীলঙ্কার অন্যতম বড় শত্রু’ বলেও উল্লেখ করেছিলেন জেভিপির প্রতিষ্ঠাতা রোহন উইজ়েভরা।

ঘটনাচক্রে, গত দু’বছর বিভিন্ন সময় শ্রীলঙ্কায় চিনা গুপ্তচর জাহাজের আগমনে উদ্বেগ বেড়েছে ভারতের। এই আবহে সোমবার দিল্লি এসে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মোদীর সঙ্গে বৈঠক করেন অনুরা। বৈঠকের পরে তিনি বলেন, ‘‘আজ কিছু দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়ে মত বিনিময় হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণও জানিয়েছি। ভারতের প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছি যে আমরা আমাদের জমি এমন কোনও ভাবে ব্যবহার করতে দেব না, যা ভারতের স্বার্থের পরিপন্থী।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.