উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি ও ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে রবিবার ব্যারাকপুরে পথে নামলেন বিজেপি কর্মী ও সমর্থকরা।উত্তর ২৪ পরগনার বিভিন্ন পৌর এলাকায় ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। বিজেপি কর্মীদের অভিযোগ ইতিমধ্যেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশ কয়েকজন রোগীর মৃত্যুও হয়েছে বারাকপুর মহকুমার বিভিন্ন পৌর এলাকায় । ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার, যে কারণে ডেঙ্গু ছড়াচ্ছে পশ্চিম বাংলার ঘরে ঘরে, এমনই অভিযোগ তুলে ব্যারাকপুর শহরে মিছিল করলেন প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা।
রবিবার বিজেপির এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং । অর্জুন সিং ছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন নোয়াপাড়া কেন্দ্রের বিধায়ক সুনীল সিং, পুরপিতা মনীষ শুক্লা, আইনজীবি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, কুন্দন সিং সহ অন্যান্য বিজেপি নেতারা ।এদিন মিছিলের শুরুতেই ডেঙ্গু মশার মডেল ও মশারি নিয়ে হাঁটতে দেখা যায় বিজেপি কর্মীদের । এই মিছিলে ডেঙ্গু প্রতিরোধে রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরবার পাশাপাশি এই ডেঙ্গু প্রতিরোধে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সেগুলিও তুলে ধরা হয়। ডেঙ্গু ইস্যুতে এই মিছিল নিয়ে অর্জুন সিং জানান,” ডেঙ্গু মোকাবিলায় পৌরসভা এবং পঞ্চায়েতগুলিকে যে টাকা দেওয়া দরকার সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না। ডেঙ্গু প্রতিরোধের জন্য মশা মারার যে তেল ও মশা মারার কামান দরকার সেগুলো কিছুই দিচ্ছে না রাজ্য সরকার। তার পরিবর্তে শুধু নিজের ছবি দিয়ে বড় বড় হোর্ডিং বানাচ্ছেন । যেখানে থাকছে এক পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অপরদিকে ডেঙ্গুর মশার ছবি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে এখন মশারাও ভয় পাচ্ছে না, যার ফলে বাংলায় ডেঙ্গু এবার প্রায় সব ঘরে ঘরে প্রবেশ করেছে আর সেই সঙ্গেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ও বেড়ে চলেছে ।”