Team India’s Full Schedule Till ICC Champions Trophy 2025: রোহিতদের সামনে ননস্টপ ক্রিকেট, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রইল পুরো সূচি

 ভারত তিন ম্য়াচের টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে নেমে পড়েছিল তিন ম্য়াচের ওডিআই সিরিজ খেলতে (India vs Sri Lanka)। তবে ওয়ানডে সিরিজ দ্বীপরাষ্ট্রে রেখেই আসতে হয় রোহিত শর্মাদের (Rohit Sharma)। ১৯৯৭ সালে অর্জুনা রণতুঙ্গার টিম সচিন তেন্ডুলকরের ভারতকে ৩-০ হোয়াইটওয়াশ করেছিল। তার ২৭ বছর পর ফের ভারত সিরিজ খোয়াল শ্রীলঙ্কার কাছে। গৌতম গম্ভীরের টিমের সামনে সেপ্টেম্বর পর্যন্ত কোনও আন্তর্জাতিক অ্য়াসাইনমেন্ট নেই। তবে সেপ্টেম্বর থেকে রয়েছে ঢালাও ক্রিকেট। আগামী ৫ থেকে ২২ সেপ্টেম্বর চলবে দলীপ ট্রফি। টিম ম্য়ানেজমেন্ট চাইছে দলীপে পুরো ভারতীয় দলই মাঠে নামুক। দলীপেই হয়ে যাক আসল নেট সেশন। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে জেনে নিন যে, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ভারতের পুরো ক্রিকেট সূচি। 

বাংলাদেশের ভারত সফরের সূচি:

সেপ্টেম্বর ১৯: ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট চেন্নাইয়ে। খেলা শুরু ভারতীয় সময়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে।
সেপ্টেম্বর ২৭: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট কানপুরে। খেলা শুরু ভারতীয় সময়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে।

অক্টোবর ৬:  ভারত-বাংলাদেশ প্রথম টি-২০আই ধরমশালায়। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
অক্টোবর  ৯:  ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-২০আই দিল্লিতে। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
অক্টোবর ১২: ভারত-বাংলাদেশ তৃতীয় টি-২০আই হায়দরাবাদে। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।

নিউ জিল্যান্ডের ভারত সফরের সূচি:

অক্টোবর ১৬: ভারত- নিউ জিল্য়ান্ড প্রথম টেস্টে বেঙ্গালুরুতে। খেলা শুরু ভারতীয় সময়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে।
অক্টোবর ২৪: ভারত- নিউ জিল্য়ান্ড দ্বিতীয় টেস্টে পুণেতে। খেলা শুরু ভারতীয় সময়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে।
নভেম্বর ১:     ভারত-নিউ জিল্য়ান্ড তৃতীয় টেস্ট মুম্বইতে। খেলা শুরু ভারতীয় সময়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল:

প্রথম টি-২০আই: ৮ নভেম্বর, ডারবান
দ্বিতীয় টি-২০আই: ১১ নভেম্বর, গাবেখা
তৃতীয় টি-২০আই: ১৩ নভেম্বর, সেঞ্চুরিয়ান
চতুর্থ টি-২০আই: ১৫ নভেম্বর, জোহানেসবার্গ

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল:

প্রথম টেস্ট: ২২ নভেম্বর, পার্থ
দ্বিতীয় টেস্ট: ৬ ডিসেম্বর, অ্যাডিলেড
তৃতীয় টেস্ট: ১৪ ডিসেম্বর, ব্রিসবেন
চতুর্থ টেস্ট: ২৬ ডিসেম্বর, মেলবোর্ন
পঞ্চম টেস্ট: ৩ জানুয়ারি, সিডনি

ইংল্য়ান্ডের ভারত সফরের সূচি:

জানুয়ারি ২২: ভারত-বনাম ইংল্য়ান্ড প্রথম টি-২০আই চেন্নাইয়ে। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
জানুয়ারি ২৫: ভারত-বনাম ইংল্য়ান্ড দ্বিতীয় টি-২০আই কলকাতায়। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
জানুয়ারি ২৮: ভারত-বনাম ইংল্য়ান্ড তৃতীয় টি-২০আই রাজকোটে। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
জানুয়ারি ৩১: ভারত-বনাম ইংল্য়ান্ড চতুর্থ টি-২০আই পুণেতে। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
ফেব্রুয়ারি ২:ভারত-বনাম ইংল্য়ান্ড পঞ্চম টি-২০আই মুম্বইয়ে। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
 
ফেব্রুয়ারি ৬: ভারত-বনাম ইংল্য়ান্ড প্রথম ওডিআই নাগপুরে। খেলা শুরু ভারতীয় সময়ে দুপুর ১টা ৩০ মিনিট থেকে।
ফেব্রুয়ারি ৯: ভারত-বনাম ইংল্য়ান্ড দ্বিতীয় ওডিআই কটকে। খেলা শুরু ভারতীয় সময়ে দুপুর ১টা ৩০ মিনিট থেকে।
ফেব্রুয়ারি ১২: ভারত-বনাম ইংল্য়ান্ড তৃতীয় ওডিআই আহমেদাবাদে। খেলা শুরু ভারতীয় সময়ে দুপুর ১টা ৩০ মিনিট থেকে।

চ্য়াম্পিয়ন্স ট্রফি ২০২৫ (মার্চ)
এখনও সূচি ঘোষণা হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.