sand smuggling, Kharagpur, বালি পাচারের অভিযোগ, ২৫টি ট্রাক্টর আটকে বিক্ষোভ খড়্গপুরের চৌপেনার বাসিন্দাদের

 কাঁসাইয়ের এই পারে মেদিনীপুর সদর ব্লক। ওই পারে খড়্গপুর ২নং ব্লক। এই পারের বালি খাদান থেকে ঘুরপথে নম্বর বিহীন একাধিক ট্রাক্টরে করে বালি পাচারের অভিযোগ গ্রামবাসীদের। বুধবার দুপুরে এমনই ২০-২৫টি বালি বোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখালেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২নম্বর ব্লকের চৌপেনা এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কাঁসাই নদী থেকে অবৈধভাবে বালি তুলে, নম্বর বিহীন ট্রাক্টরে করে ঘুরপথে পাচার করা হচ্ছে। অনুমতি না থাকলেও তাদের এলাকার গ্রামীণ রাস্তা দিয়ে দিনের পর দিন বালি নিয়ে যাওয়া হচ্ছে। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের।

গ্রামবাসীদের আরও অভিযোগ, “ট্রাক্টর চালকদেরও লাইসেন্স নেই, ট্রাক্টরেও নম্বর নেই। আর বালি নিয়ে যাওয়ার সিও (ক্যারিং অর্ডার)-ও নেই। শুধুমাত্র স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে গোপন আঁতাত করেই দিনের পর দিন অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে।” তাই বাধ্য হয়ে বুধবার দুপুরে তারা ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান। প্রায় ৪-৫ ঘন্টা পর খড়্গপুর ২নম্বর ব্লকের বিডিও ও মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক পৌঁছলে খুব্ধ গ্রামবাসীরা তাদের ঘিরেও বিক্ষোভ দেখান।এসডিএলআরও শান্তনু সরকার জানিয়েছেন, “বেআইনিভাবে কয়েকটি গাড়িতে করে বালি নিয়ে যাওয়া হচ্ছিল। কাগজপত্র না থাকায় সেই গাড়িগুলি আমরা আটক করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.