লস্কর, জইশ ও আল-কায়দার জোট গোটা বিশ্বের জন্য বিপদ : সৈয়দ আকবরউদ্দিন

আইএসআইএল, বোকো হারাম, লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের জোট গোটা বিশ্বের কাছেই বিপদ| ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে রাষ্ট্রপুঞ্জ এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রপুঞ্জে ভারতীয় রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন| ভারতের রাষ্ট্রদূত এবং রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-হম্মদ ও ইসলামিক স্টেটের মতো একাধিক সন্ত্রাসবাদী সংগঠন ও অপরাধীদের মধ্যে জোট রয়েছে| এই জোট গোটা বিশ্বের জন্য বিপদ| রাষ্ট্রপুঞ্জ এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রদূত এবং রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, আইএসআইএল, আল-কায়দা, বোকো হারাম, লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মহম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠন তাদের আন্তঃসীমান্ত অর্থের যোগান, প্রচার ও নিয়োগের মাধ্যমে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে| এমনকি সাইবারস্পেস এবং সোশ্যাল মিডিয়ারও অপব্যবহার করছে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.