বাংলার বিকাশ চায় কেন্দ্র, তৃতীয় মোদী সরকারের আমলে উন্নয়নের গতি আরও বাড়বে: প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গের দিকে এগোলেই আগে ট্রেনের গতি কমে আসত: মোদী

গোটা দেশের মতো উত্তরবঙ্গেও ট্রেনের গতি বৃদ্ধির প্রকল্প নিচ্ছি, বললেন মোদী। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:০২ key status

উত্তরবঙ্গের এই মাটিতে আসতে পেরে সৌভাগ্যবান মনে করছি: মোদী

উত্তরবঙ্গের এই মাটিতে আসতে পেরে সৌভাগ্যবান মনে করছি, বললেন মোদী। একই সঙ্গে জানালেন বিকশিত ভারতের জন্য চাই বিকশিত বাংলা। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:০০ key status

খোলা ময়দানে বাকি কথা: মোদী

সরকারি কর্মসূচি শেষ করে জনসভার উদ্দেশে রওনা হলেন মোদী। বললেন, এইখানে আমার বক্তব্য শেষ হয়েছে। তবে আমার বলা শেষ হয়নি। এ বার আমি খোলা ময়দানে যাব, প্রাণ খুলে কথা বলব। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৬:৫৭ key status

কী কী কাজ করছে তাঁর সরকার, জানাচ্ছেন মোদী

নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশ পর্যন্ত ট্রেন চলছে এখন, বললেন মোদী।

গত ১০ বছরে উত্তরবঙ্গের উন্নয়নে নজর দিয়েছে কেন্দ্র, বললেন মোদী।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৬:৪৩ key status

মোদীর মঞ্চে উপস্থিত রাজ্যপাল বোস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে মঞ্চে উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৬:৩৪ key status

দু’টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধনে মোদী

৩১০০ কোটি টাকা মূল্যের দু’টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন উত্তরবঙ্গে। এর মধ্যে একটি ২৭ নম্বর জাতীয় সড়কের চার লেন বিশিষ্ট ঘোষপুকুর—ধূপগুড়ি বিভাগের হাইওয়ে প্রকল্প। অন্যটি ২৭ নম্বর জাতীয় সড়কেই চার লেন বিশিষ্ট ইসলামপুর বাইপাস প্রকল্প। 

প্রথম সড়কপথটি উত্তরবঙ্গকে জুড়বে দেশের বাকি অঞ্চলের সঙ্গে, একই সঙ্গে উত্তরপূর্ব ভারতের সঙ্গেও উত্তরবঙ্গের যোগাযোগ সহজ হবে। ইসলামপুর বাইপাস ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করবে।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৬:২৯ key status

নতুন রেল পরিষেবা

শিলিগুড়ি থেকে রাধিকাপুর পর্যন্ত নতুন প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর। এতে রেল সংযোগের উন্নয়নের পাশাপাশি পণ্য পরিবহণ, কর্ম সংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নও হবে উত্তরবঙ্গে।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৬:২৫ key status

আরও রেল-ঘোষণা

মনিগ্রাম— নিমতিতা বিভাগে ডবল রেললাইন প্রকল্প, আমবাড়ি ফালাকাটা— আলুয়াবাড়ি বিভাগে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং, নিউ জলপাইগুড়িতে বৈদ্যুতিন ইন্টারলকিংয়ের ঘোষণা মোদীর। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৬:২৩ key status

রেল সংক্রান্ত ঘোষণা

রেল লাইনের বৈদ্যুতিকরণ সংক্রান্ত উত্তর বঙ্গের প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে একলাখি— বালুরঘাট বিভাগ, বারসোই— রাধিকাপুর বিভাগ, রানিনগর জলপাইগুড়ি— হলদিবাড়ি বিভাগ, শিলিগুড়ি— আলুয়াবাড়ি বিভাগ ভায়া বাগডোগরা, শিলিগুড়ি— সেবক— আলিপুরদুয়ার জংশন— সামুকতলা (আলিপুর দুয়ার জংশন— নিউ কোচ বিহার) বিভাগ। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৬:১৮ key status

রেল এবং সড়ক নিয়ে সাড়ে চার হাজার কোটির ঘোষণা

রেল এবং সড়কপথের উন্নয়ন সংক্রান্ত মোট সাড়ে চার হাজার কোটির কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা মোদীর। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৬:১৬ key status

শিলিগুড়িতে বিকশিক ভারত বিকশিত পশ্চিমবঙ্গ অনুষ্ঠানে যোগ দেবেন মোদী

শিলিগুড়িতে বিকশিক ভারত বিকশিত পশ্চিমবঙ্গ অনুষ্ঠানে যোগ দিলেন মোদী। উদ্বোধন করবেন একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৬:১৩ key status

উত্তরবঙ্গের মঞ্চে সরকারি প্রকল্পের ঘোষণা মোদীর

মঞ্চ থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী মোদী। যার মধ্যে রেলের নতুন ঘোষণা রয়েছে। শিলিগুড়ি জংশন থেকে রাধিকাপুর পর্যন্ত রেলের ঘোষণা করার কথা তাঁর। এ ছাড়াও সড়ক মন্ত্রকের নতুন প্রকল্পও ঘোষণা করার কথা মোদীর। এ ভাবেই প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আলাদা আলাদা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.