রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল বিজেপি। আর বাংলায় তারা প্রার্থী হিসাবে বেছে নিল ‘পরীক্ষিত’ নেতা শমীক ভট্টাচার্যকেই।
রাহুল সিংহের সময় থেকেই রাজ্য বিজেপির মুখপাত্র শমীক। সুবক্তা হিসাবে দলের মধ্যে পরিচয় আছে। দলের অবস্থান সবসময় স্পষ্ট করে জানান তিনি। কখনও দলবিরোধী কথা বলেননি। দীর্ঘদিন দলের হয়ে যে আনুগত্য দেখিয়ে গিয়েছেন। তারই পুরষ্কার পেলেন শমীক। কেন্দ্রীয় নেতৃত্ব বরাবরই তাঁর প্রতি খুশি। ইদানীং কিছুটা কোনঠাসা হয়ে গিয়েছিলেন। সামনে যে লোকসভা নির্বাচন আসছে, তার মধ্যে ৩৫টি কমিটি তৈরি হয়েছে। এর মধ্যে একটি কমিটি ঠিক করে দেবে, বক্তা কী বলবে, কোন কোন বিষয়ে গুরুত্ব দেবে। তার প্রধান করা হয়েছিল শমীককে। এ ছাড়া বিজেপিতে কোনও প্রশিক্ষণ হলেও শমীক বরাবর ডাক পান তাত্ত্বিক বিষয়ে কথা বলার জন্য। রাজ্য নেতৃত্ব চেয়েছিল কোনও মহিলাকে প্রার্থী করা হোক।
তা ছাড়া বিজেপিতে প্রথম হাবড়়া আসন থেকে তৃণমূলের সঙ্গে জোট ছিল। বাদল ভট্টাচার্য নামে একজন জিতেছিল। কিন্তু একক ভাবে বিজেপির প্রথম কোনও বিধায়ক হন শমীক ভট্টাচার্য। বসিরহাটের বিধায়ক হয়েছিলেন তিনি। এর পর গত লোকসভা নির্বাচনে দমদম এবং বিধানসভা নির্বাচনে রাজারহাট নিউটাউন প্রার্থী হলেও জিততে পারেননি।