তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার উদ্দেশ্য তাঁর এই সফর বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী হওয়ার পাশাপাশি বাণিজ্য এবং শিল্পমন্ত্রকের দায়িত্বেও রয়েছেন তিনি। ১২ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পৌছবেন। ১৩ নভেম্বর সে দেশের ট্রেড রিপ্রেসেনটেটিভ রবার্ট লিংথিজারের সঙ্গে বৈঠক পী্যূষ গোয়েল। কয়েকটি বাণিজ্যিক চুক্তি সম্পাদন হবে দুইজনের মধ্যে। ১৪ নভেম্বর সে দেশের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
উল্লেখ করা যেতে পারে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর থেকে বিশেষ বাণিজ্যিক সুবিধা যুক্ত জেনারালাসজ সিস্টেম অফ প্রেফারেন্স প্রত্যাহার করে নেয়। এর পাল্টা ২৫টি মার্কিন পণ্যের উপর বাড়তি শুল্ক চাপায় ভারত। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চলতে থাকা বাণিজ্যিক দ্বন্দ্ব দূর করাই একমাত্র লক্ষ্য পী্যূষ গোয়েলের।
2019-11-10